Announcement

Collapse
No announcement yet.

আর তোমাদের কী হলো?

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আর তোমাদের কী হলো?

    দারসুল কুরআন
    আর তোমাদের কী হলো?
    মাওলানা হাসান মাহমুদ



    نحمده و نصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم
    মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেন-
    وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا
    “আর তোমাদের কী হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব আমাদেরকে এ জনপদ থেকে বের করে নিন; যার অধিবাসীরা জালিম। আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে দিন। আর নির্ধারণ করে দিন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।” -সূরা নিসা: ৭৫

    শায়খ আব্দুর রহমান বিন নাসির আস-সা’দী রহ. উপরোক্ত আয়াতের তাফসীরে বলেন:

    هذا حث من الله لعباده المؤمنين وتهييج لهم على القتال في سبيله، وأن ذلك قد تعين عليهم، وتوجه اللوم العظيم عليهم بتركه، فقال: { وَمَا لَكُمْ لا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ } والحال أن المستضعفين من الرجال والنساء والولدان الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا ومع هذا فقد نالهم أعظم الظلم من أعدائهم، فهم يدعون الله أن يخرجهم من هذه القرية الظالم أهلها لأنفسهم بالكفر والشرك، وللمؤمنين بالأذى والصد عن سبيل الله، ومنعهم من الدعوة لدينهم والهجرة.ويدعون الله أن يجعل لهم وليًّا ونصيرًا يستنقذهم من هذه القرية الظالم أهلها،
    فصار جهادكم على هذا الوجه من باب القتال والذب عن عيلاتكم وأولادكم ومحارمكم، لا من باب الجهاد الذي هو الطمع في الكفار، فإنه وإن كان فيه فضل عظيم ويلام المتخلف عنه أعظم اللوم، فالجهاد الذي فيه استنقاذ المستضعفين منكم أعظم أجرًا وأكبر فائدة، بحيث يكون من باب دفع الأعداء.

    এ আয়াতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর মুমিন বান্দাদেরকে উদ্বুদ্ধ করছে। তার রাস্তায় সশস্ত্র যুদ্ধের জন্য উদ্বেলিত করছে। কেননা সশস্ত্র যুদ্ধ তাদের উপর ফরযে আইন হয়ে গেছে। সাথে সাথে তাদেরকে জিহাদ ত্যাগের ব্যাপারে চরম ভৎর্সনা করছে। তিনি বলছেন, “আর তোমাদের কী হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না?” অথচ অসহায় দুর্বল পুরুষ, নারী ও শিশুরা কোনো অবলম্বন বা কোনো পথ খুঁজে পাচ্ছে না। এমনকি তাদেরকে শত্রুদের থেকে চরম অত্যাচার ভোগ করতে হচ্ছে। তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, তিনি যাতে তাদেরকে এই অধিবাসীদের থেকে বের করে নিয়ে যান; যে অধিবাসীরা শিরক ও কুফর করে নিজেদের প্রতি জুলুম করেছে। শাস্তি দিয়ে ও আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মুমিনদের উপর অত্যাচার চালাচ্ছে। দ্বীনের দাওয়াত ও হিজরত থেকে তাদেরকে বাধা দিচ্ছে। তারা আল্লাহ তাআলার কাছে মিনতি জানাচ্ছে, তিনি যেন তাদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী প্রেরণ করেন; যে তাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করবে।
    সুতরাং এটি তো সে প্রকারের জিহাদ; যাতে তোমরা তোমাদের সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদেরকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে। এটি তো ঐ যুদ্ধ নয়, যাতে নিজেদের পক্ষ থেকে কাফেরদের উপর আক্রমণের আগ্রহ প্রকাশ করা হয়; যদিও এই প্রকারের জিহাদে রয়েছে মহাসফলতা, তার থেকে পশ্চাৎগামীদের উপর রয়েছে চরম ভর্ৎসনা। কিন্তু যে জিহাদের মাধ্যমে দুর্বলদেরকে রক্ষা করতে হয়, তাতে রয়েছে সবচেয়ে বেশী প্রতিদান ও উপকারিতা; কেননা এতে শত্রুকে প্রতিরোধ করতে হয়। -তাফসীরে সা’দী, খন্ড: ০১, পৃষ্ঠা: ১৮৭

    হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! উপরোক্ত আয়াতে কারীমাহ এবং তার তাফসীর নিয়ে একটু চিন্তা করুন। মহান আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তোমাদের কী ওযর রয়েছে? তোমাদের কী বাহানা রয়েছে? কোন কারণে তোমরা পিছনে রয়েছো? একটু চিন্তা করুন নির্যাতিত এ রোহিঙ্গা নারীরা কি আমাদের মা-বোন নয়? মাজলুম এ রোহিঙ্গা পুরুষরা কি আমাদের পিতা কিংবা ভাইয়ের সমতুল্য নয়? অসহায় এ ছোট্ট শিশুরা কি আমাদেরই সন্তান নয়? তাহলে কেন আজও আমরা তাদের ব্যথায় ব্যথিত হচ্ছি না? কেন আজও তাদের উদ্ধারের লক্ষ্যে কিতালের পথে এগিয়ে আসছি না? এরা তো আমাদেরই মা, এরা তো আমাদেরই পিতা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদেরই সন্তান।
    আল্লাহ তাআলা বলেন:
    إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ
    “নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই।” -সূরা হুজুরাত: ১০

    আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, তবে কি আমরা প্রকৃত মুমিন নই? একটু ভাবুন, আজ আমাদের কী হলো!?

    ......al-balagh 1439 | 2017 | issue 6......

  • #2
    حب الدنيا وكراهية الم ةةوةةةىةةةةلل টমال .
    Last edited by হাকিমুল্লাহ মেহ; 10-15-2017, 02:39 PM.
    সম্মান নেইকো নাচে গানে,
    আছে মর্যাদা বিনিদ্র রজনী ও রণে।

    Comment

    Working...
    X