ঈমানের ৭৭ শাখা ধারাবাহিক আলোচনা।
সবচেয়ে মূল্যবান সম্পদ হল ঈমান। ঈমানের বিপরিত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমানে আলো, কুফর অন্ধাকার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যান আর কুফর পুর্ণ অকল্যান। ঈমান সরল পথ, আর কুফর ভ্রষ্টতার পথ। ঈমান মুসলমানের কাছে প্রানের চেয়েও প্রিয়। ঈমানদার সকল কষ্ট সহ্য করতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঈমানই তার কাছে সবচেয়ে বড়। ঈমান শুধু মুখে কালিমা পড়ার নাম নয়, ইসলামকে তার সকল অপরিহার্য অনুসঙ্গসহ মনেপ্রাণে কবুল করার নাম। আর এ কারনে মুমিনকে হতে হবে সুদৃঢ়, সত্যবাদী ও সত্যনিষ্ঠ। মুমিন কখনো শৈথিল্যবাদী হতে পারে না। কুফরির সাথে যেমন তার সন্ধি হতে পারে না তেমনি মুরতাদ ও অমুসলিমের সাথেও বন্ধুত্ব হতে পারে না।
তাই আমি এই ঈমানের অনুসঙ্গগুলো নিয়েই সংক্ষিপ্তভাবে ধারাবাহিক আলোচনা করতে চাই, আল্লাহ তায়ালা চাহেন তো। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন তাওফিক দান করেন। আমিন।
সবচেয়ে মূল্যবান সম্পদ হল ঈমান। ঈমানের বিপরিত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমানে আলো, কুফর অন্ধাকার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যান আর কুফর পুর্ণ অকল্যান। ঈমান সরল পথ, আর কুফর ভ্রষ্টতার পথ। ঈমান মুসলমানের কাছে প্রানের চেয়েও প্রিয়। ঈমানদার সকল কষ্ট সহ্য করতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঈমানই তার কাছে সবচেয়ে বড়। ঈমান শুধু মুখে কালিমা পড়ার নাম নয়, ইসলামকে তার সকল অপরিহার্য অনুসঙ্গসহ মনেপ্রাণে কবুল করার নাম। আর এ কারনে মুমিনকে হতে হবে সুদৃঢ়, সত্যবাদী ও সত্যনিষ্ঠ। মুমিন কখনো শৈথিল্যবাদী হতে পারে না। কুফরির সাথে যেমন তার সন্ধি হতে পারে না তেমনি মুরতাদ ও অমুসলিমের সাথেও বন্ধুত্ব হতে পারে না।
তাই আমি এই ঈমানের অনুসঙ্গগুলো নিয়েই সংক্ষিপ্তভাবে ধারাবাহিক আলোচনা করতে চাই, আল্লাহ তায়ালা চাহেন তো। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন তাওফিক দান করেন। আমিন।
Comment