বিসমিল্লাহির রহমানির রহিম"
♦সূরা আদিয়াত অবলম্বনে♦
👉অশ্বের প্রতিভা
👉কসম সেসব অশ্বরাজীর!
যারা উর্ধ্বশ্বাসে ছুটে,
শপথ তাদেরও!
যারা অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে খুরাঘাতে।
👉আর শপথ ঐসব অশ্বরাজীরও!
যারা অভিযান করে প্রভাতে,
আর সেসময় ধূলি উৎক্ষিপ্ত করে
শত্রুর চোখে মুখে।
"অতপর"
💘দুশমনের বুহ্য ভেদ করে
ঢুকে পড়ে ভেতরে,
মনিবের সাথে অশ্বও লড়ে যায়
আর জীবন বিলিয়ে দেয় অকাতরে।
👎তুমি দেখেছো কি?
ক্ষত-বিক্ষত হয়ে যায়
দেহ তার,
তবুও ছেড়ে দেয়না সে
মনিবের ভার!!
👉বন্ধু হে! শোন!!
অশ্বের ঘোষণা হলো এই-
অশ্বারোহী হবে যেই,
প্রাণ দিয়ে দেবো আমি নিঃসংকোচে
তাঁর এক নির্দেশেই!
🚶কিন্তু হে মানব!
তুমি কেন এত অকৃতজ্ঞ
তোমার প্রতিপালকের?
তোয়াক্কা কেনো করোনা তুমি
আল্লাহর আদেশের?
⚡অথচ,তুমি অবগত আছো
সব নেয়ামতের কথা তাঁরি
তবে কেনো তুমি সম্পদ লাভে
করছো বাড়াবাড়ি?
👉জাননা কি তুমি উত্থিত হবে
কবর হতে একদিন?!
অন্তরে যা ছিলো প্রকাশ পাবে তাও
গোপন রবেনা এক তিল!
👉বন্ধু হে!
সেদিন কি হবে তোমার
ভেবো তুমি একবার,
শুরু-শেষ তোমার লিপিবদ্ধআছে
ইলমে বিধাতার।
🌿প্রিয় মুজাহিদ ভাইয়েরা আমার! আমি লিখেছি অশ্বের কথা। কারণ, আমার প্রতিপালক অশ্বের গুণগান গেয়েছেন তাঁর পবিত্র কালাম দ্বারা। এ-অশ্ব আমায় স্মরণ করিয়ে দেয় বদর, উহুদ, খন্দক আর তাবুকের কথা। এ-অশ্বের স্মরণ আমায় শুনিয়ে দেয় হযরত খালেদ ইবনুল ওয়ালিদ রাঃ এর কোষমুক্ত তরবারির ঝংকার। আর উজ্জীবিত করে তুলে আমার মৃতপ্রায় চেতনাকে। খোদার কিতাবে অশ্বের দৃষ্টান্ত উপস্থাপন, আমায় প্রভুর গভীর প্রেমে নিমগ্ন হতে উৎসাহিত করে। মনিবের আদেশে গোলামের জীবন দানের কথাও বলে দেয় অশ্ব আমাকে। হে অশ্ব! তোমার প্রতি আমার এতটুকু ভালবাসা, তুমি আল্লাহর রাহে মুজাহিদের সংগী হও শুধু একারণে!!
🏇
{ ♦ অশ্বারোহী ♦}
♦সূরা আদিয়াত অবলম্বনে♦
👉অশ্বের প্রতিভা
👉কসম সেসব অশ্বরাজীর!
যারা উর্ধ্বশ্বাসে ছুটে,
শপথ তাদেরও!
যারা অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে খুরাঘাতে।
👉আর শপথ ঐসব অশ্বরাজীরও!
যারা অভিযান করে প্রভাতে,
আর সেসময় ধূলি উৎক্ষিপ্ত করে
শত্রুর চোখে মুখে।
"অতপর"
💘দুশমনের বুহ্য ভেদ করে
ঢুকে পড়ে ভেতরে,
মনিবের সাথে অশ্বও লড়ে যায়
আর জীবন বিলিয়ে দেয় অকাতরে।
👎তুমি দেখেছো কি?
ক্ষত-বিক্ষত হয়ে যায়
দেহ তার,
তবুও ছেড়ে দেয়না সে
মনিবের ভার!!
👉বন্ধু হে! শোন!!
অশ্বের ঘোষণা হলো এই-
অশ্বারোহী হবে যেই,
প্রাণ দিয়ে দেবো আমি নিঃসংকোচে
তাঁর এক নির্দেশেই!
🚶কিন্তু হে মানব!
তুমি কেন এত অকৃতজ্ঞ
তোমার প্রতিপালকের?
তোয়াক্কা কেনো করোনা তুমি
আল্লাহর আদেশের?
⚡অথচ,তুমি অবগত আছো
সব নেয়ামতের কথা তাঁরি
তবে কেনো তুমি সম্পদ লাভে
করছো বাড়াবাড়ি?
👉জাননা কি তুমি উত্থিত হবে
কবর হতে একদিন?!
অন্তরে যা ছিলো প্রকাশ পাবে তাও
গোপন রবেনা এক তিল!
👉বন্ধু হে!
সেদিন কি হবে তোমার
ভেবো তুমি একবার,
শুরু-শেষ তোমার লিপিবদ্ধআছে
ইলমে বিধাতার।
🌿প্রিয় মুজাহিদ ভাইয়েরা আমার! আমি লিখেছি অশ্বের কথা। কারণ, আমার প্রতিপালক অশ্বের গুণগান গেয়েছেন তাঁর পবিত্র কালাম দ্বারা। এ-অশ্ব আমায় স্মরণ করিয়ে দেয় বদর, উহুদ, খন্দক আর তাবুকের কথা। এ-অশ্বের স্মরণ আমায় শুনিয়ে দেয় হযরত খালেদ ইবনুল ওয়ালিদ রাঃ এর কোষমুক্ত তরবারির ঝংকার। আর উজ্জীবিত করে তুলে আমার মৃতপ্রায় চেতনাকে। খোদার কিতাবে অশ্বের দৃষ্টান্ত উপস্থাপন, আমায় প্রভুর গভীর প্রেমে নিমগ্ন হতে উৎসাহিত করে। মনিবের আদেশে গোলামের জীবন দানের কথাও বলে দেয় অশ্ব আমাকে। হে অশ্ব! তোমার প্রতি আমার এতটুকু ভালবাসা, তুমি আল্লাহর রাহে মুজাহিদের সংগী হও শুধু একারণে!!
🏇
{ ♦ অশ্বারোহী ♦}
Comment