(১)
নতুন ভোরের স্বপ্নে বিভোর মুক্ত যাদের প্রাণ
শত আঘাতেও যারা গেয়ে যায় শেকল ভাঙার গান।
ওরা বিপ্লবী ওরাই গোরাবা সৈনিক আল্লার
বুকের রক্তে লিখে যায় যারা নতুন ইশতেহার
(২)
মুক্ত আকাশে গোরাবারা আজ মেলেছে স্বপ্নডানা
-প্রাণের মিছিলে দিয়ে গেছে ওরা রক্তের নাজরানা
ওরা বলে গেছে ছুঁড়ে ফেলে সব ভয় ভীতি সংশয়
বিপ্লবে এসো-বসে থাকবার সময় এখন নয়।
(৩)
ওদের সঙে শেকলভাঙার মিছিলে শামিল হতে
আড়মোড়া ভেঙে ওঠেছি আমরা আবারো নেমেছি পথে
দ্রোহের মিছিলে প্রাণের মিছিলে তোমাকেও চাই আমি
সুখনিদ ভেঙে ওঠে এসো হে অনাগত সংগ্রামী।
নতুন ভোরের স্বপ্নে বিভোর মুক্ত যাদের প্রাণ
শত আঘাতেও যারা গেয়ে যায় শেকল ভাঙার গান।
ওরা বিপ্লবী ওরাই গোরাবা সৈনিক আল্লার
বুকের রক্তে লিখে যায় যারা নতুন ইশতেহার
(২)
মুক্ত আকাশে গোরাবারা আজ মেলেছে স্বপ্নডানা
-প্রাণের মিছিলে দিয়ে গেছে ওরা রক্তের নাজরানা
ওরা বলে গেছে ছুঁড়ে ফেলে সব ভয় ভীতি সংশয়
বিপ্লবে এসো-বসে থাকবার সময় এখন নয়।
(৩)
ওদের সঙে শেকলভাঙার মিছিলে শামিল হতে
আড়মোড়া ভেঙে ওঠেছি আমরা আবারো নেমেছি পথে
দ্রোহের মিছিলে প্রাণের মিছিলে তোমাকেও চাই আমি
সুখনিদ ভেঙে ওঠে এসো হে অনাগত সংগ্রামী।
Comment