রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে ঢুকে ব্লগার ও প্রকাশকসহ তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা (মুজাহিদরা)। এই তিনজন হলেন- আহমেদুর রশিদ টুটুল, তারিক রহিম ও রণদীপম বসু। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আল হামদুলিল্লাহ)
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে টার্গেট করে কয়েকজন দুর্বৃত্ত (মুজাহিদ) শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে প্রবেশ করে। তারা সেখানে থাকা টুটুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। টুটুলকে রক্ষার জন্য এ সময় সেখানে থাকা তারিক রহিম ও রণদীপম বসু এগিয়ে আসেন। তাদেরও কোপানো হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢামেকের এক চিকিৎসক জানিয়েছেন, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা ও মুখমণ্ডলে একাধিক গভীর ক্ষত হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের রাম দা দিয়ে কোপানো হয়েছে।
টুটুলের এক আত্মীয় জানিয়েছেন, টুটুল প্রকাশক হিসেবে পরিচিত হলেও সে নিয়মিত ব্লগে লিখত।
এদিকে, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে টার্গেট করে কয়েকজন দুর্বৃত্ত (মুজাহিদ) শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে প্রবেশ করে। তারা সেখানে থাকা টুটুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। টুটুলকে রক্ষার জন্য এ সময় সেখানে থাকা তারিক রহিম ও রণদীপম বসু এগিয়ে আসেন। তাদেরও কোপানো হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢামেকের এক চিকিৎসক জানিয়েছেন, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা ও মুখমণ্ডলে একাধিক গভীর ক্ষত হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের রাম দা দিয়ে কোপানো হয়েছে।
টুটুলের এক আত্মীয় জানিয়েছেন, টুটুল প্রকাশক হিসেবে পরিচিত হলেও সে নিয়মিত ব্লগে লিখত।
এদিকে, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
Comment