আল্লাহ তাআলা বলেন----
(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ * تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ * يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ)
[Surat As-Saf 10 - 12]
অর্থ--মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে?
তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ।
তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে। এটা মহাসাফল্য।
** প্রত্যেক গন্তব্যেরই সংক্ষিপ্ত পথ রয়েছে।আর জান্নাতের সংক্ষিপ্ত পথ হচ্ছে জিহাদ।
জিহাদই হচ্ছে আল্লাহকে ভালবাসার প্রকৃত প্রমান।ইবনে তাইমিয়া রহ. বলেন,যার মাঝে জিহাদের প্রতি আকর্ষন নেই সে আল্লাহকে ভালবাসার হক্ব আদায় করেনি ; বরং তার মাঝে নিফাকের কালিমা রয়েছে।
** জিহাদ হচ্ছে দুনিয়া ও আখেরাতের কল্যানের উৎস।আল্লাহ তাআলা বলেন----
' হে নবী আপনি বলে দিন,তোমরা তো আমাদের ব্যপারে দুটি সফলতার যে কোন একটিরই অপেক্ষায় আছো'।
অর্থাৎ হয় সাহায্য ও বিজয়ের, অথবা শাহাদাত ও জান্নাতের।
সুতরাং মুজাহিদগন বেঁচে থাকলেও সম্মানিত। কারণ, তাঁর জন্য রয়েছে পার্থিব জগতের সওয়াব।আর আখেরাতের প্রতিদান তো আরো উত্তম।আর যদি তাঁরা শহীদ হন কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করেন, তাহলে তার গন্তব্যপথ হচ্ছে জান্নাত।
** জিহাদের মাঝেই রয়েছে প্রকৃত জীবনের গ্যারান্টি।
আল্লাহ তাআলা বলেন :
(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ
হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের সে কাজের প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন।
সুতরাং জিহাদই হলো ঐ মহান ইবাদত যা মানুষকে দুনিয়ার জীবনে, পরকালে অফুরন্ত জীবনের নিশ্চয়তা দান করে।
সুতরাং কোন ইবাদতই জিহাদের সমকক্ষ হতে পারেনা।
অতএব আল্লাহ তাআলা যেনো আমাদেরকে এই অফুরন্ত নেয়ামত পূর্ণ কাজে লাগিয়ে রেখে,জীবনের শেষ মুহূর্তে কাঙ্খিত শাহাদত দাণ করেন।
(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ * تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ * يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ)
[Surat As-Saf 10 - 12]
অর্থ--মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে?
তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ।
তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে। এটা মহাসাফল্য।
** প্রত্যেক গন্তব্যেরই সংক্ষিপ্ত পথ রয়েছে।আর জান্নাতের সংক্ষিপ্ত পথ হচ্ছে জিহাদ।
জিহাদই হচ্ছে আল্লাহকে ভালবাসার প্রকৃত প্রমান।ইবনে তাইমিয়া রহ. বলেন,যার মাঝে জিহাদের প্রতি আকর্ষন নেই সে আল্লাহকে ভালবাসার হক্ব আদায় করেনি ; বরং তার মাঝে নিফাকের কালিমা রয়েছে।
** জিহাদ হচ্ছে দুনিয়া ও আখেরাতের কল্যানের উৎস।আল্লাহ তাআলা বলেন----
' হে নবী আপনি বলে দিন,তোমরা তো আমাদের ব্যপারে দুটি সফলতার যে কোন একটিরই অপেক্ষায় আছো'।
অর্থাৎ হয় সাহায্য ও বিজয়ের, অথবা শাহাদাত ও জান্নাতের।
সুতরাং মুজাহিদগন বেঁচে থাকলেও সম্মানিত। কারণ, তাঁর জন্য রয়েছে পার্থিব জগতের সওয়াব।আর আখেরাতের প্রতিদান তো আরো উত্তম।আর যদি তাঁরা শহীদ হন কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করেন, তাহলে তার গন্তব্যপথ হচ্ছে জান্নাত।
** জিহাদের মাঝেই রয়েছে প্রকৃত জীবনের গ্যারান্টি।
আল্লাহ তাআলা বলেন :
(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ
হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের সে কাজের প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন।
সুতরাং জিহাদই হলো ঐ মহান ইবাদত যা মানুষকে দুনিয়ার জীবনে, পরকালে অফুরন্ত জীবনের নিশ্চয়তা দান করে।
সুতরাং কোন ইবাদতই জিহাদের সমকক্ষ হতে পারেনা।
অতএব আল্লাহ তাআলা যেনো আমাদেরকে এই অফুরন্ত নেয়ামত পূর্ণ কাজে লাগিয়ে রেখে,জীবনের শেষ মুহূর্তে কাঙ্খিত শাহাদত দাণ করেন।
Comment