যখন মুতার যুদ্ধে মুসলিম বাহিনী মা'আন নামক স্থানে পৌছে,আর রোম বাদশাহ হিরাক্লিয়াস এক লক্ষ সৈন্য ও আস-পাশ থেকে এক লক্ষ মোট দু'লক্ষ সৈন্যবাহিনী জমা হয়, তখন মুসলমানরা মা'আন নামক জায়গায় (বর্তমানেও সে অঞ্চলকে মা'আন বলা হয়) মশওরায় বসে, অনেকে অবস্থা রাসূল সা. কে জানাতে চাইলে ও পিছিয়ে যেতে চাইলে,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাযি. দাড়িঁয়ে যান এবং নিম্নের এ আবেগময় ভাষণ দান করেন-
হে আমার জাতি! যে বস্তুর কারণে তোমরা এখানে সন্ত্রস্ত হচ্ছো আল্লাহর কস! এটাই সেই বস্তু, যার খোজেঁ তোমরা মাতৃভূমি থেকে বের হয়েছো আর তা হলো "শাহাদাত" স্মরণ রেখো আমরা যখনই কোন যুদ্ধে লড়েছি,তখন না সংখ্যার আধিক্যের ভিত্তিতে লড়েছি, না হাতিয়ার এবং অশ্বের উপর ভিত্তি করে লড়েছি। বদরের যুদ্ধে আমি শরিক ছিলাম।আল্লাহর কসম! তখন আমাদের নিকট মাত্র দু'টি ঘোড়া ছিলো। আমি উহুদের যুদ্ধে শরিক ছিলাম, তখন আমাদের নিকট একটি মাত্র ঘোড়া ছিলো। তবে হ্যাঁ. যে জিনিসের ভিত্তিতে সর্বদা আমরা লড়েছি, তা হলো আমাদের এ দ্বীন। যে দ্বীন দ্বারা অাল্লাহ পাক আমাদের সম্মানে ভূষিত করেছেন। তাই আমি তোমাদের নিকট আবেদন করছি তোমরা অগ্রসসর হও।দুই সৌভাগ্যের একটি নিশ্চই তোমাদের অর্জন হবে।
হয় তোমরা শত্রুপক্ষের উপর বিজয়ী হবে এবং এমনি ভাবে আল্লাহএবং তার রসূলের সে অঙ্গিকার পূর্ণ হবে, যা কখনো মিথ্যা হতে পারে না। অথবা তোমরা শহীদ হয়ে বেহেশতের বাগানসমূহে তোমাদের ভাইদের সাথে মিলিত হবে।।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাযি. দাড়িঁয়ে যান এবং নিম্নের এ আবেগময় ভাষণ দান করেন-
হে আমার জাতি! যে বস্তুর কারণে তোমরা এখানে সন্ত্রস্ত হচ্ছো আল্লাহর কস! এটাই সেই বস্তু, যার খোজেঁ তোমরা মাতৃভূমি থেকে বের হয়েছো আর তা হলো "শাহাদাত" স্মরণ রেখো আমরা যখনই কোন যুদ্ধে লড়েছি,তখন না সংখ্যার আধিক্যের ভিত্তিতে লড়েছি, না হাতিয়ার এবং অশ্বের উপর ভিত্তি করে লড়েছি। বদরের যুদ্ধে আমি শরিক ছিলাম।আল্লাহর কসম! তখন আমাদের নিকট মাত্র দু'টি ঘোড়া ছিলো। আমি উহুদের যুদ্ধে শরিক ছিলাম, তখন আমাদের নিকট একটি মাত্র ঘোড়া ছিলো। তবে হ্যাঁ. যে জিনিসের ভিত্তিতে সর্বদা আমরা লড়েছি, তা হলো আমাদের এ দ্বীন। যে দ্বীন দ্বারা অাল্লাহ পাক আমাদের সম্মানে ভূষিত করেছেন। তাই আমি তোমাদের নিকট আবেদন করছি তোমরা অগ্রসসর হও।দুই সৌভাগ্যের একটি নিশ্চই তোমাদের অর্জন হবে।
হয় তোমরা শত্রুপক্ষের উপর বিজয়ী হবে এবং এমনি ভাবে আল্লাহএবং তার রসূলের সে অঙ্গিকার পূর্ণ হবে, যা কখনো মিথ্যা হতে পারে না। অথবা তোমরা শহীদ হয়ে বেহেশতের বাগানসমূহে তোমাদের ভাইদের সাথে মিলিত হবে।।
Comment