বিসমিল্লাহির রাহমানির রাহীম
কিছু দিন আগে নেটে ফায়ার আর্মস নিয়ে ঘাটাঘাটি করছিলাম। সেখানে ইংলিশ অনেক ওয়েব পাই যে গূলোর মধ্যে পৃথিবীর সব ধরনে অস্ত্রের বর্ণনা ছিল। সেখানে আর্মি , নেভি ও বিমান বাহীনির ব্যবহৃত ছোট বড় সব ধরনের অস্ত্র তাদের প্রত্যেকটার সমস্ত প্রকার ভেদ ছবি ও বিস্তারিত বিবরন সহ ছিল শুধু এতটুকুই নয় কোন দেশ কি ধরনের ভার্সন বানিয়েছে ও ১৯০০ সাল থেকে তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করত ও কোন কোন যুদ্ধে কিধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে তারও বিবরন ছিল।
কিন্তু আমি বাংলা কিছু খুজছিলাম, ও তা ব্যস বড় আকারে পেয়েও গেলাম। তখন চিন্তা করলাম আমাদের সাইটে দিলে হয়ত ফায়দা হতে পারে।
এখানে সিরিজ আকারে পোস্টের মাধ্যমে চেস্টা করবো অত্যাধুনিক সব ফায়ার আর্মসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। এবং আপনাদের গ্যারান্টি দিতে পারি যে যিনি এইটি পুরো আত্মস্থ করতে পারবেন, তিনি ফায়ার আর্মসের ছোটখাটো বিশেষজ্ঞ হয়ে যাবেন।
অত্যাধুনিক সব ফায়ার আর্মস
প্রকারভেদ
প্রকারভেদ
দুনিয়ার তাবৎ ফায়ার আর্মস কে মুলত কয়েকটি ভাগে ভাগ করা হয়, যথাঃ-
লাইট এবং হেভিওয়েট ফায়ার আর্মস, এগুলো হল,
- Pistols and revolvers
- Battle rifles
- Carbines
- Assault rifles
- Grenade launchers
- Shotguns
- Sniper rifles
- Submachine guns
- Grenade
- Machine guns
- Light Machine Guns
- Medium Machine Guns
- Heavy Machine Guns
এছাড়াও আছে সুপার হেভিওয়েট ফায়ার আর্মস, এগুলো হল,
- Mortars
- Anti Tank Weapon
- Torpedo
- Anti Aircraft Guns
- Aircraft Guns
- Rockets
- Missiles
- Mines
- Cannons
- Naval Guns
- Tank Guns
এগুলোর প্রত্যেকটির বিস্তারিত এবং সদস্য সংখ্যা লেখতে গেলে পুরো বছর পার হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের মোটামোটি একটা ধারনা, প্রত্যেক গোত্রের ইম্পরট্যান্ট সদস্য সংখ্যা এবং সংক্ষিপ্ত বর্ননা দিব। স্প্যাসিফিকেশন গুলো ইংরেজিতেই দেয়া হল কারন বাংলায় দিলে দেখতে ভালো লাগবে না তাছাড়া অনুবাদেও সময় লাগবে। চলুন চলে যাই বর্ননায়।
ফায়ার আর্মস সম্পর্কে জানার আগে সর্বপ্রথম জানতে হবে বুলেট, এবং কিছু প্রয়োজনীয় টার্মস সম্পর্কে,
বুলেট যেভাবে কাজ করে!!!
বুলেট গুলোর দুটি অংশ থাকে, উপরের অংশটি আঘাত করে , আর উপরের অংশের সাথে নিচের অংশটি লাগানো থাকে, নিচের অংশ পুর্ন থাকে গান পাউডার বা অন্য বিস্ফোরক পদার্থ দিয়ে।
Comment