মোল্লা উমর রাহিঃ এর দৃপ্ত আহবান
“দেখুন, ধারাবাহিক ভাবে আফগানিস্তানের মত ছোট একটি রাষ্ট্রের সাথে লড়াই কখনই রাশিয়া ও আমেরিকার মধ্যে একতাবদ্ধ হওয়া ব্যতিত হয় নি, যদিও তাদের নিজেদের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
তবে আল্লাহর প্রতি আমাদের আস্থা ও নির্ভরতা অনেক বেশি। শুধু তারা নয় বরং সমগ্র বিশ্ব যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তবুও আমরা আমাদের নীতি ও বিশ্বাসের সাথে আপোষ করব না বা আমরা আমাদের এই যুদ্ধের পথ থেকে বিচ্যুত হব না, ইনশাআল্লাহ্ । কারণ আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম এই ক্ষেত্রে আপোষ করে না, আর ধর্মের ক্ষেত্রে ছাড় দেয়া তো একজন মুসলমানের জন্য মৃত্যু।
প্রত্যেক মুসলমানদের প্রকৃত মৃত্যু হচ্ছে তার ধর্মের সাথে আপোষ করা, ঘৃণা করা বা দ্বীনের বিধান অনুযায়ী আমল না করা। বাহ্যিক মৃত্যু কিছুই না যখন আমরা এটাকে বিশ্বাসের অপমৃত্যুর সাথে তুলনা করি। যদি আমরা জীবন চাই, তাহলে দ্বীনের প্রতি আমাদের আনুগত্যই হচ্ছে জীবন। যদি আমাদের এই জীবন না থাকে, তাহলে আমরা বাস্তবেই মৃত।
মৃত্যু হল এমন এক পেয়ালা যা প্রত্যেকেরই পান করতে হবে, তাই সব মুসলমানের উপর অবশ্যক নিজেকে সংশোধন করে নেয়া, দ্বীনের জন্যে নিজেকে উৎসর্গ করে দেয়া এবং তাঁর পালনকর্তার প্রতি তার বিশ্বাসকে আরও শক্তিশালী করা। এবং এর মাধ্যেমেই সে ইহকাল ও পরকালের বিজয় ও সাফল্য অর্জন করতে পাবে।
- আফগানিস্তানের ইসলামী ইমারাতের সাবেক আমীরুল মুমিনীন
@আমিনকে বলতে দাও
Comment