Announcement

Collapse
No announcement yet.

পিডিএফ/ওয়ার্ড ।। তুর্কী বীর গাজী আনোয়ার পাশা শহীদ রহ.-এর রণাঙ্গন থেকে নিজ স্ত্রীকে লেখা জীবনের শেষ চিঠি

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • পিডিএফ/ওয়ার্ড ।। তুর্কী বীর গাজী আনোয়ার পাশা শহীদ রহ.-এর রণাঙ্গন থেকে নিজ স্ত্রীকে লেখা জীবনের শেষ চিঠি

    (তুর্কী বীর গাজী আনোয়ার পাশা শহীদ রহ.-এর রণাঙ্গন থেকে নিজ স্ত্রীকে লেখা জীবনের শেষ চিঠি)
    ***
    প্রাণপ্রিয়া জীবন সঙ্গিনী নাজিয়া!
    মহান আল্লাহ তা'আলা তোমার হিফাজতকারী। তোমার লিখা সর্বশেষ পত্রটি এ মুহূর্তে আমার সামনেই আছে। মনে রেখো! তোমার এ চিঠি আজীবন আমার অন্তরে গেঁথে থাকবে। তোমার সে মায়াবী চেহারা আজ আমি দেখতে পাচ্ছিনা, কিন্তু তোমার হাতের লিখা পত্রটির প্রতিটি লাইনে লাইনে অক্ষরে অক্ষরে দৃষ্টিপাত করলেই তোমার আঙ্গুলগুলো নাড়াচাড়ার দৃশ্য দুই নয়নে ভেসে ওঠে; যেগুলো একসময় আমার চুল নিয়ে খেলা করতো। মাঝে মধ্যে তাবুর প্রকোষ্ঠ ও বিষণ্ণ পরিবেশে তোমার চেহারা ও নয়নযুগল ভেসে ওঠে।
    হায়! তুমি লিখেছো আমি কি না তোমায় ভুলে বসে আছি। তোমার ভালবাসার কোন মূল্য দেইনি। তুমি বলেছো আমি তোমার প্রেমময় হৃদয়কে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দূরদেশে এ প্রত্যন্ত অঞ্চলে আগুন আর রক্তের খেলায় মেতে আছি। আমি মোটেও ভাবছি না যে, একজন হতভাগা নারী নিস্তব্ধ রজনীতে আমার বিরহের বেদনায় অস্থির হয়ে আছে, আর আকাশের তারা গুনছে। তুমি আরো বলেছো যে, আমি নিছক তরবারীর প্রতিই আসক্ত ও অনুরক্ত। কিন্তু এ কথাগুলো লেখার সময় তুমি মোটেও ভেবে দেখোনি যে, তোমার এ শব্দগুচ্ছ যা তুমি নিঃসন্দেহে খাঁটি ভালবাসার টানে লিখেছো- আমার অন্তরকে কি বীভৎসভাবে রক্তাক্ত করে দেবে। আমি তোমাকে কী করে বোঝাবো যে, পৃথিবীতে আমি তোমার চেয়ে অধিক কাউকে ভালবাসি না। তুমিই আমার সকল প্রেম ও ভালবাসার শুরু-শেষ। ইতিপূর্বে আমি কখনও কাউকে ভালবাসিনি। তুমি, তুমিই আমার অন্তরকে ছিনিয়ে নিয়েছো।
    ***
    তবুও আজ কেন আমি এত দূরে তোমার থেকে বিচ্ছিন্ন? হে প্রাণপ্রিয়া! এ প্রশ্ন তুমি অবশ্যই করতে পারো। তাহলে শোনো! ধন সম্পদের মোহে আমি তোমার থেকে বিচ্ছিন্ন নই। ক্ষমতার লিপ্সা কিংবা মসনদের লোভেও আমি আজ দূরে নই; যেমনটি শত্রুরা আমার নামে রটিয়েছে। আল্লাহ তা'আলার পক্ষ হতে অর্পিত কর্তব্যের টানেই আমি আজ তোমার থেকে পৃথক। আল্লাহর রাহে জিহাদের চাইতে বড় কোন ফরজ হতে পারেনা। এটি এমনই মহিমাময় ফরজ, যার প্রতিজ্ঞা করলেই মানুষ জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ! আমি শুধু তা প্রতিজ্ঞাতেই সীমাবদ্ধ রাখিনি বরং নিখুঁত বাস্তবতায় পরিণত করছি।
    তোমার বিরহ ব্যথা আমায় সর্বক্ষণ পীড়া দেয়। কিন্তু এই বিরহে আমি সীমাহীন আনন্দিত। কেননা শুধুমাত্র তোমার ভালবাসাই আমার সংকল্প বাস্তবায়নে বড় পরীক্ষার ব্যাপার ছিল। আল্লাহ তা'আলার নিকট হাজারও শুকরিয়া যে, এ পরীক্ষায় আমি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। আমি আল্লাহ তা'আলার মুহাব্বাত ও নির্দেশকে নিজের ইচ্ছা ও চাহিদার উপর প্রাধান্য দিতে পেরেছি। এজন্য তোমার আনন্দিত হওয়া উচিত। কেননা তোমার স্বামী এত মজবুত ঈমানের অধিকারী যে, স্বয়ং তোমার ভালবাসাকেও আল্লাহর ভালবাসার জন্য উৎসর্গ করতে পারে।
    ***
    তোমার উপর তরবারীর সংগ্রাম ফরজ নয়। তবে তুমিও এ বিধানের আওতামুক্ত নও। নারী কিংবা পুরুষ কোন মুসলমানই আল্লাহর পথে জিহাদের বিধানের বাইরে নয়। তোমার কর্তব্য হল তুমি নিজের চাহিদা ও ভালবাসাকে আল্লাহ তা'আলার ভালবাসার উপর প্রাধান্য দিবে। সর্বক্ষণ এ দুয়া করবে যেন, আল্লাহ তা'আলা তোমার স্বামীকে কবুল করেন। হয় তাকে বিজয়ীর বেশে ফিরিয়ে আনুক নতুবা শাহাদাতের অমিয় সুধা পানে ধন্য করুক। তুমি জানো, আমার এ ঠোঁট কখনো নাপাক মদকে স্পর্শ না করে বরং আল্লাহর জিকির ও তিলাওয়াতে সর্বদা সতেজ ছিল।
    প্রিয়া! আহ! সে মুহূর্তটি কতইনা মোবারক ও মহিমাময় হবে, যখন এ শির দেহ হতে বিচ্ছিন্ন হবে। যাকে তুমি অত্যন্ত চমৎকার বলতে। যা তোমার দৃষ্টিতে কোনো যোদ্ধার দেহ ছিল না, ছিল একজন লাবন্যময় প্রিয়দর্শী পুরুষের দেহ।
    এ মুহূর্তে আমার সবচেয়ে প্রবল ইচ্ছা ও বাসনা হল শহীদ হওয়া। হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.) এর সঙ্গে হাশরে উত্থিত হওয়া। এ দুনিয়ার তৃপ্তি ও প্রাপ্তি যেহেতু ক্ষণস্থায়ী, তবে মৃত্যুকে ভয় পাওয়ার কী অর্থ?
    মৃত্যু যখন সুনিশ্চিত তখন মানুষ কেন বিছানায় শুয়ে মরবে? শাহাদাতের মৃত্যু, মৃত্যু নয়; বরং প্রকৃত বেঁচে থাকা। অনাদি অনন্ত কালের জীবন লাভ করা।
    নাজিয়া! তোমার প্রতি আমার প্রথম অসিয়ত, আমি শহীদ হয়ে গেলে তোমার দেবর; আমার ছোট ভাই নূরী পাশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তোমার পরে আমার চোখে সর্বাধিক প্রিয় পাত্র হল নূরী। আমি চাই, আমার আখিরাতের যাত্রার পর থেকে নিয়ে সে আজীবন বিশ্বস্ততার সঙ্গে তোমার খিদমাত করুক।
    ***
    আমার দ্বিতীয় অসিয়ত, তোমার যত সন্তান হবে তাদের সকলকে আমার জীবনের ইতিহাস শোনাবে। ইসলাম ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদে পাঠিয়ে দেবে। যদি তুমি আমার এ অসিয়তকে রক্ষা না করো, তবে মনে রেখো, জান্নাতে আমি তোমার থেকে পৃথক থাকবো।
    আমার তৃতীয় অসিয়ত, মুস্তাফা কামাল পাশার সঙ্গে সদা সুন্দর আচরণ করবে। সাধ্যমত তার সাহায্য করবে। কেননা, এ মুহূর্তে মহান আল্লাহ তা'আলা দেশের স্বাধীনতা অর্জন তার উপরই নির্ভরশীল রেখেছেন।
    প্রিয়া! এবার তাহলে বিদায়। কেন যেন মনে হচ্ছে, এ চিঠিই তোমার প্রতি আমার শেষ চিঠি। এরপর আর কখনো কোনো চিঠি লেখার সুযোগ হবে না। কি আশ্চর্য! আগামী কালই শহীদ হয়ে যাবো। দেখো, ধৈর্য্য হারাবে না। আমার শাহাদাতের পর পেরেশান ও ব্যাকুল হওয়ার স্থলে খুশি ও আনন্দিত হবে। আল্লাহ তা‘য়ালা তাঁর রাস্তায় আমাকে কবুল করেছেন। এটা তোমার জন্য গৌরবের বিষয়।
    নাজিয়া! এখন বিদায় নিচ্ছি। আমার কল্পনা ও স্বপ্নের জগতে তোমাকে আলিঙ্গন করছি। ইনশা আল্লাহ, জান্নাতে দেখা হবে। তারপর আর কখনো বিচ্ছিন্ন হবো না।
    সংগৃহিত।

    **********************************


    download link
    PDF
    word
    *************************
    আপনাদের নেক দু‘আয় মুজাহিদীনে কেরামকে ভুলবেন না।
    Last edited by Munshi Abdur Rahman; 02-16-2023, 11:14 PM.
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

  • #2
    মুহতারাম ভাইয়েরা! এই চিঠির প্রতিটি লাইন, প্রতিটি কথা আমার হুদয় ছুঁয়ে যায়। শরীর ও মনে শিহরন বয়ে যায়। তিনি কতইনা চিত্তাকর্ষকরূপে চিঠিটি লিখেছেন! জীবনের আসল বাস্তাবতা কত সুন্দরভাবেই না ফুটিয়ে তুলেছেন!! আল্লাহ ও তাঁর রাসূল এবং দ্বীনের প্রতি কতইনা মুহাব্বত তার হৃদয়ের গহীনে প্রোথিত ছিল!!!
    আল্লাহ পাক রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন।...আমীন
    সুতরাং প্রিয় ভাইয়েরা! দিলের চোখ দ্বারা লেখাটি পড়ুন, হৃদয়ের চোখ দিয়ে প্রতিটি কথা অবলোকন করুন...আশা করি আমি /আপনি উপকৃত হবো। দ্বীনের পথে অগ্রগামী হওয়ার প্রেরণা পাব, অন্তরের কান দিয়ে শ্রবণ করুন ভাই...! সব ভয়, সকল পিছুটানকে ভুলে গিয়ে জিহাদের আহবানে সাড়া দিয়ে শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর যমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চেতনা জাগ্রত হোক, বাস্তব জীবনে প্রতিফলিত হোক এই শুভ কামনা সকল মুসলিম ভাই/বোনের তরে...!!
    হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দ্বীনের জন্য অতি উত্তমভাবে কবুল করে নিন এবং শাহাদাতের অমীয় সুধা পানে ধন্য হওয়ার তাওফিক দান করুন।...আল্লাহুম্মা আমীন
    Last edited by Munshi Abdur Rahman; 07-02-2019, 07:38 PM.
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

    Comment


    • #3
      মাসাআল্লাহ, খুব সুন্দর একটি জিহাদী চিঠি। জাযাকাল্লাহ
      আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তাওফিক দান করুন।... আমীন
      ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

      Comment


      • #4
        আল্লাহু আকবর।।।কতইনা অসাধারণ। প্রতিটি কথাই অন্তর ছুঁয়ে যায়।।।
        আসুক না যত বাধাঁ যত ঝর সাইক্লোন কিতালের পথে মোরা চলবোই

        Comment


        • #5
          আল্লাহু আকবার
          ’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,

          Comment


          • #6
            এই ধরণের জিহাদী চিঠি আরো চাই ভাই।
            বিবেক দিয়ে কোরআনকে নয়,
            কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

            Comment


            • #7
              সকল মিডিয়ার ভাইদের আল্লাহ কবুল করুন।
              Last edited by Munshi Abdur Rahman; 02-16-2023, 11:16 PM.

              Comment


              • #8
                চিঠিতে লিখিত শব্দগুলো পড়লে গাঁ শিহরিত হয়ে উঠে ।
                আল্লাহ আমাদের সবাইকে জিহাদের রাহে কবুল করুক ।
                আমিন ।

                Comment


                • #9
                  পরিবারের সবাই যেন আমরা এমন হতে পারি। আল্লাহুম্মা ওয়াফ্ফিকনা।।
                  "সিদ্ধান্ত গ্রহণে একবার কাপুরুষতা ময়দানে পঞ্চাশবার কাপুরুষতার চেয়েও মারাত্মক" (মাকদিসী)

                  Comment


                  • #10
                    তিনি মুখলিস ছিলেন। তাই তার পত্রে এমন শব্দ স্থান পেয়েছে, যা আজো আমাদের প্রেরণা যোগায়। মুস্তফা কামাল পাশা ছিল ধোঁকাবাজ।
                    Last edited by Munshi Abdur Rahman; 02-17-2023, 10:50 AM.

                    Comment


                    • #11
                      ভবিষ্যত প্রজন্মকে জিহাদী প্রেরণায় উজ্জিবীত করার ওসিয়ত কতই না উত্তম। আল্লাহ আমাদের কে মুত্তাকী-মুজাহিদ প্রজন্ম দানে ধন্য করুন। আমীন।

                      Comment


                      • #12
                        এই চিঠিটি,, আমার হৃদয়ে শিহরণ নিয়ে আসে,, আর অনেকটা আবেগাপ্লুত হয়ে যায়,, আহ, কবে যে ময়দানের জন্য পরিপূর্ণ ভাবে আল্লাহ তায়ালা কবুল করবেন।।

                        ভাইসাব,, এরকম চিঠি আর কি আছে,? থাকলে শেয়ার করার অনুরোধ রইলো।। জাঝাকুমুল্লাহ খায়রান
                        সর্বোত্তম আমল হলো
                        আল্লাহর প্রতি ঈমান আনা এবং মহান মহীয়ান
                        আল্লাহর পথে জিহাদ করা।নাসায়ী,শরীফ

                        Comment


                        • #13
                          Originally posted by Talib Khan View Post
                          তিনি মুখলিস ছিলেন। তাই তার পত্রে এমন শব্দ স্থান পেয়েছে, যা আজো আমাদের প্রেরণা যোগায়। মুস্তফা কামাল পাশা ছিল ধোঁকাবাজ।
                          এটা কোন কামাল পাশা? বিস্তারিত জানাবেন ভাইসাব।।
                          সর্বোত্তম আমল হলো
                          আল্লাহর প্রতি ঈমান আনা এবং মহান মহীয়ান
                          আল্লাহর পথে জিহাদ করা।নাসায়ী,শরীফ

                          Comment


                          • #14
                            মহান আল্লাহ তা'আলা তোমার হিফাজতকারী। তোমার লিখা সর্বশেষ পত্রটি এ মুহূর্তে আমার সামনেই আছে। মনে রেখো! তোমার এ চিঠি আজীবন আমার অন্তরে গেঁথে থাকবে। তোমার সে মায়াবী চেহারা আজ আমি দেখতে পাচ্ছিনা, কিন্তু তোমার হাতের লিখা পত্রটির প্রতিটি লাইনে লাইনে অক্ষরে অক্ষরে দৃষ্টিপাত করলেই তোমার আঙ্গুলগুলো নাড়াচাড়ার দৃশ্য দুই নয়নে ভেসে ওঠে; যেগুলো একসময় আমার চুল নিয়ে খেলা করতো। মাঝে মধ্যে তাবুর প্রকোষ্ঠ ও বিষণ্ণ পরিবেশে তোমার চেহারা ও নয়নযুগল ভেসে ওঠে।
                            সুবহান আল্লহি ওয়া বিহামদিহি, তারা বীর মুজাহিদের পাশাপাশি এক একজন কি পরিমান প্রেম অন্তরে লালন করতেন, আল্লাহ তা'আলা আমাদেরকে তার নেক বান্দাদের দলে শামিল করুন, শহীদদের কাফেলায় শামিল করুন, আমিন।
                            আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর।

                            Comment

                            Working...
                            X