মহান আল্লাহ তায়ালা বলেনঃ
’আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। যাতে সে স্থায়ীভাবে থাকবে, তার উপর আল্লাহর ক্রোধ ও অভিসম্পাত। আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন’’
নিসা ৪/৯৩
আবুল হাকাম আল-বাজালী (রহঃ) বলেন,
আমি আবু সাইদ খুদরি ও আবু হুরায়রাহ (রাঃ)-কে বর্ণনা করতে শুনেছি, রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’আসমান-যমিনের মধ্যে বসবাসকারী সকলে একত্রে মিলিত হয়েও যদি একজন মুমিনকে হত্যা করার কাজে শরীক থেকে তাহলে আল্লাহ তায়ালা তাদের সকলকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করবেন’’
তিরমিযি ১৩৯৮ (আলবানি সহীহ বলেছেন)
Comment