নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গণিমতের মাল বণ্টন করছিলেন,তখন তিনি এক গ্রাম্য ব্যক্তিকে বললেন, নাও! সে বলল, আমি এ-র কারণে আপনার অনুসরণ করব না, আমি আপনার আনুগত্য করব এ-র উপর যে,আমি এখান থেকে যাব এবং লড়াই করব এবং জান্নাতে প্রবেশ করব। নবীজি আরেকটি যুদ্ধে গেলেন, তাকে তিনি খুজে পাচ্ছিলেন না, তাকে তিনি নিহিতদের মাঝে দেখলেন। জিজ্ঞেস করলেন, এ কি সেই ব্যক্তি? সাহাবাগন বললেন, জি হ্যা, ইয়া রাসূলাল্লাহ। নবীজি (সাঃ) বললেন, সে আল্লাহর সঙ্গে সত্য ওয়াদা করেছে, আল্লাহও তাকে সত্যায়ন করেছেন। যখন তোমরা আল্লাহকে সত্যায়ন করবে, তিনিও তোমাদেরকে সত্যায়ন করবেন। যে ব্যক্তি সত্যনিষ্ঠভাবে শাহাদাতের আকাঙখা করে আল্লাহ তাকে তা দান করেন, যদিও সে বিছানায় উপর মৃত্যুবরণ করে।
copy from tafsir sura attawbah.
copy from tafsir sura attawbah.
Comment