যাই ছুটে যাই শহিদী কাফেলায়
চাই ফিরে চাই পিছনে তাকায়-
প্রিয়জনের মায়ায়।
খোকা-খোকি আর প্রেমের বাঁধন,
মা-বাবা আর প্রিয় স্বজন,
থাকুক সবাই মনের আয়নায়।
শহিদের ওই ঝরানো খুন
দেখে আমায়, কাঁদে গুনগুন,
ক্ষণে ক্ষণে আমার এ মনে
প্রতিশোধের অনল জালায়।
চেয়ে দেখো ওই শহিদসমাধি,
ডাকে আমায় নিরবধি,
আয় ছুটে আয় আয় সুখঠিকানায়।
যায় ডেকে যায় মুজাহিদ আমায়
আয় চলে আয় সুখের ঠিকানায়,
বেলা কেটে যায় কল্পনার ছায়ায়।
চাই ফিরে চাই পিছনে তাকায়-
প্রিয়জনের মায়ায়।
খোকা-খোকি আর প্রেমের বাঁধন,
মা-বাবা আর প্রিয় স্বজন,
থাকুক সবাই মনের আয়নায়।
শহিদের ওই ঝরানো খুন
দেখে আমায়, কাঁদে গুনগুন,
ক্ষণে ক্ষণে আমার এ মনে
প্রতিশোধের অনল জালায়।
চেয়ে দেখো ওই শহিদসমাধি,
ডাকে আমায় নিরবধি,
আয় ছুটে আয় আয় সুখঠিকানায়।
যায় ডেকে যায় মুজাহিদ আমায়
আয় চলে আয় সুখের ঠিকানায়,
বেলা কেটে যায় কল্পনার ছায়ায়।
Comment