قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : سَأَلْتُ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْعَمَلِ أَفْضَلُ ؟ قَالَ : " الصَّلَاةُ عَلَى مِيقَاتِهَا ". قُلْتُ : ثُمَّ أَيٌّ? قَالَ : " ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ ". قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ". فَسَكَتُّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
অর্থঃ
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ বলেন, আমি রাসুলে আকরাম (সাঃ) কে জিজ্ঞাসা করে বললাম: যে,ইয়া রাসুলুল্লাহ কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? উত্তরে নবীজী (সাঃ) বললেনঃ"সময়মত নামায আদায় করা" আমি বললামঃ অতঃপর কোন আমল? নবীজী (সাঃ) বললেনঃ অতঃপর "পিতা-মাতার সঙ্গে সৎ ব্যবহার করা" আমি বললামঃ অতঃপর কোন আমল? নবীজী(সাঃ) বললেনঃ "আল্লাহর রাস্তায় জিহাদ করা"। অতঃপর আমি রাসুল (সাঃ) এর থেকে চুপ থাকলাম, আর যদি আমি আরো বেশি কিছু চাইতাম তবে অবশ্যই নবীজী (সাঃ) আমাকে আরো কিছু বাড়িয়ে দিতেন। (সহীহ্ বুখারী শরীফ)
অর্থঃ
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ বলেন, আমি রাসুলে আকরাম (সাঃ) কে জিজ্ঞাসা করে বললাম: যে,ইয়া রাসুলুল্লাহ কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? উত্তরে নবীজী (সাঃ) বললেনঃ"সময়মত নামায আদায় করা" আমি বললামঃ অতঃপর কোন আমল? নবীজী (সাঃ) বললেনঃ অতঃপর "পিতা-মাতার সঙ্গে সৎ ব্যবহার করা" আমি বললামঃ অতঃপর কোন আমল? নবীজী(সাঃ) বললেনঃ "আল্লাহর রাস্তায় জিহাদ করা"। অতঃপর আমি রাসুল (সাঃ) এর থেকে চুপ থাকলাম, আর যদি আমি আরো বেশি কিছু চাইতাম তবে অবশ্যই নবীজী (সাঃ) আমাকে আরো কিছু বাড়িয়ে দিতেন। (সহীহ্ বুখারী শরীফ)
Comment