SWAT
Bangladesh SWAT "Special Weapons And Tactics":-
☞ বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেকটি অভিজাত কৌশলী ইউনিট যা ২৮ ফেব্রুয়ারি, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশেষ অস্ত্র ও কৌশল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত হয়।
☞ আমেরিকার সোয়াট টিমের আদলে, তাদেরই অর্থায়নে, তাদেরই ট্রেনিংয়ে এবং তাদেরই সব ইক্যুইপমেন্টে সজ্জিত হয়ে বাংলাদেশেও যাত্রা শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম - সোয়াট। মূলত, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় এই স্পেশাল বাহিনী গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়। যা পরবর্তীতে ২০০৯ সালে বর্তমান সরকারের সময় বাস্তবায়িত হয়।
☞এরা মূলত ছোট আকারে বাহিনী, যারা পুরোপুরি উদ্ধার অভিযান কেন্দ্রিক। যেসব সংস্থায় সশস্ত্র উদ্ধারকাজ দরকার হতে পারে, তেমন সব সংস্থার জন্য একই ধরনের একটা করে টিম গঠন করে দেয়া হয়। এই টিমগুলোর ট্রেনিং একই রকম, সামান্য এদিক সেদিক। কিন্তু তারা থাকে লোকালাইজড সংস্থার সাথে।
☞ এদের খুবই কঠোরভাবে নিয়োগ দেয়া হয়। শারীরিক কঠোর পরিশ্রমের উপর বিশেষ নজর দেয়া হয়। শারীরিক উচ্চতা, সুস্থতা, মানসিক দৃঢ়তা ও খাটতে পারা- এ থেকে শুরু। সাধারণত সংশ্লিষ্ট প্রধান অ্যাজেন্সি থেকেই আসে রিক্রুটরা।
☞ বিশ্বের অনেক দেশে সোয়াট বা সোয়াটের আদলে বাহিনী রয়েছে।
যেমনঃ---
আমেরিকান সোয়াট। দক্ষিণ কোরিয়ান সোয়াট, ইরাকেও সোয়াট টিম করেছে। জাপানিজ স্পেশাল অ্যাসল্ট টিম।মুম্বাইয়ের ফোর্স ওয়ান, ইন্দোনেশিয়ার ব্রিগেড মোবিল ইত্যাদি।।।
কাজের ক্ষেত্র:
মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশে পরিচালিত হয়।
বিশেষায়িত অস্ত্র:
মার্কিন সোয়াট ও মেরিন স্ট্যান্ডার্ডের সব অস্ত্রসমূহঃ--
★ Glock 17
★ SR-25
★Type 56
★ BD 08
★ M4 carbine
★ Taraus SMT 9
★ ST.Kinetics CPW
★ Colt 9mm SMG
★ Kriss Super V
★ Remington 870
copy_
©Bangladesh Military Affairs
Comment