بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
“আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ”
“আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ”
প্রথমে ছোট্ট একটি ঘটনা দেখব আর এই ঘটনা থেকে আমরা উত্তর পেয়ে যাব ইনশাআল্লাহ।
একদিন এক রাজা তার রাজ্যের কিছু লোককে বললেন, আজকে তোমরা আমার কাছে যা চাইবে তোমরা তাই পাবে। সবাই অনেক আনন্দিত এই ভেবে যে আজকের সুযোগটাকে তারা আচ্ছা মত কাজে লাগাবে আর করেছেও তাই। যার যা ইচ্ছা তারা তাদের মত সম্পদ নিয়ে নিল। হটাৎ তারা লক্ষ করলেন একটা লোক কিছুই নেই নাই। তারা তাকে নিয়ে হাসি তামাশা করতে লাগল এই বলে যে তোমার মত বোকা আর আছে তুমি কিছুই নিলে না, আর আমরা কত দামি দামি সম্পদ নিয়ে নিলাম। তখন বোকা লোকটি বললেন না তোমরা দামি সম্পদ এখনো নিতে পার নাই। লোকটি রাজাকে বললেন রাজামশাই আপনিত বলেছেন যা চাওয়া হবে তাই দিবেন? রাজা বললেন হ্যা ঠিক। তখন বোকা লোকটি বললেন রাজামশাই আমি আপনাকে চাই। আর আপনাকে যদি পাই তাহলে আমি সব কিছুই পেয়ে যাব। অন্যদিকে যারা বোকা লোকটিকে নিয়ে হাসি তামাশা করেছিলেন তারা আবাক হয়ে বললেন আসলে আমরাই বোকা সেই কেবল সফল।
সুতরাং আমরা রাজার রাজ্য চাইনা রাজাকে চাই।
আল্লাহ্ আামাদেরকে সঠিক কিছু বোঝার তৌফিক দান করুন আমিন।
Comment