তালুত যখন আশি হাজার সৈন্য নিয়ে জালুতের বিরুদ্ধে রওয়ানা দিলেন তখন তালুত তার সৈন্যদের একটা পরিক্ষা দিলেন। পরিক্ষা হলো তালুতের বাহিনী ছিলো প্রচুর পিপাসিত।কিন্তু পথে একটি নদী পাওয়া গেলো। নদী পাওয়া সত্ত্বেও তালুত তার সৈন্যদের নির্দেশ দিলেন নদী থেকে যেন পানি পান না করে। আর করলেও এক আজলা ভরে সামান্য পান করলে তা গুরুতর হবে না। কিন্তু এ পরিক্ষা সৈন্যরা উত্তীর্ণ হতে পারে নি।মারেফুল কোরআনে বলা হয়েছে অতিমাত্রায় পানি পানকারীগন শরীরিক দিক দিয়ে বেকার হয়ে পড়েছে এবং তারা দ্রুত চলাফেরা করতে অপারক হয়ে গেলো।
ফলে পানি পান করার পর মাত্র আশি হাজার থেকে তিনশ তের জন ছিলো। বাকিরা জিহাদ করতে পারলো না।
এখন থেকে আমাদের শিক্ষা হলো একজন মুজাহিদ জিহাদ থেকে পিছিয়ে পড়ার কারন শুধু এটা নয় যে,তার শত্রু অনেক বেশি তাদের অস্র অনেক বেশি যার কারনে ভয়ে পিছিয়ে পড়েছে। বরং জিহাদ থেকে পিছিয়ে পড়ার অনেক কারন আছে যেগুলো সম্পর্কে আমরা বেখবর। যেমন অতিরিক্ত খাওয়া দাওয়াও অনেক সময় জিহাদে পিছিয়ে পড়ার কারন হয়। শুধু জিহাদ নয় বরং নামায, রোযা সহ অনেক ইবাদাত থেকেও পিছিয়ে পড়ার কারনও এই খাওয়া দাওয়া।এছাড়াও এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা বেখবর। অথচ সেগুলোই আমাদেরকে দিন দিন জিহাদের পথ থেকে পিছিয়ে দিচ্ছে। আমরা কল্পনাও করতে পারি না।অতিরিক্ত গীবত,অহংকার, ভিন্ন মতের আলেমের প্রতি বিদ্বেষ, সহ এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা তুচ্ছ মনে করি। অথচ এগুলো আমাদের দ্বীন থেকে পিছিয়ে পড়ার কারন হয়। তাই একজন মুজাহিদকে সব দিক থেকে সতর্ক থাকতে হয়।
ফলে পানি পান করার পর মাত্র আশি হাজার থেকে তিনশ তের জন ছিলো। বাকিরা জিহাদ করতে পারলো না।
এখন থেকে আমাদের শিক্ষা হলো একজন মুজাহিদ জিহাদ থেকে পিছিয়ে পড়ার কারন শুধু এটা নয় যে,তার শত্রু অনেক বেশি তাদের অস্র অনেক বেশি যার কারনে ভয়ে পিছিয়ে পড়েছে। বরং জিহাদ থেকে পিছিয়ে পড়ার অনেক কারন আছে যেগুলো সম্পর্কে আমরা বেখবর। যেমন অতিরিক্ত খাওয়া দাওয়াও অনেক সময় জিহাদে পিছিয়ে পড়ার কারন হয়। শুধু জিহাদ নয় বরং নামায, রোযা সহ অনেক ইবাদাত থেকেও পিছিয়ে পড়ার কারনও এই খাওয়া দাওয়া।এছাড়াও এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা বেখবর। অথচ সেগুলোই আমাদেরকে দিন দিন জিহাদের পথ থেকে পিছিয়ে দিচ্ছে। আমরা কল্পনাও করতে পারি না।অতিরিক্ত গীবত,অহংকার, ভিন্ন মতের আলেমের প্রতি বিদ্বেষ, সহ এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা তুচ্ছ মনে করি। অথচ এগুলো আমাদের দ্বীন থেকে পিছিয়ে পড়ার কারন হয়। তাই একজন মুজাহিদকে সব দিক থেকে সতর্ক থাকতে হয়।