দূরদৃষ্টির সাথে জিহাদ
পর্ব - ৫
পর্ব - ৫
তৃতীয় আবেদন: স্পষ্ট ও সর্বসম্মত লক্ষ্যগুলো নির্বাচন করার মাঝেই সীমাবদ্ধ থাকা। যেসকল লক্ষ্যগুলোর ব্যাপারে মুজাহিদ আলেমগণ কোন আপত্তি করবেন না এবং সাধারণ মুসলমানদের জন্যও সেগুলোর বৈধতা বুঝা কঠিন হবে না এবং তার কারণগুলো মানুষের নিকট অস্পষ্ট হবে না। এর বিপরীতে শরীয়ত ও সাধারণ মুসলমানদের বুঝের প্রতি লক্ষ্য না করে বিভিন্ন লক্ষ্য নির্বাচন করা ধ্বংসাত্মক এবং জিহাদী কাফেলার জন্য আত্মঘাতীমূলক।
.
চতুর্থ আবেদন: আপনাদের আবেগ, রাগ ও শত্রুতাকে শরীয়তের অনুগামী করুন। কারণ প্রকৃত মুজাহিদ হল, যে নিজ নফসকে শরীয়তের অনুগামী করার জন্য প্রথমে নফসের সাথে জিহাদ করে। “মুজাহিদ হল, যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে নিজ নফসের সাথে জিহাদ করে।” রাসূলুল্লাহ (সা.) সন্তুষ্টি ও রাগের মধ্যে ভারসাম্যতাকে মুক্তিদানকারী বৈশিষ্ট্যসমূহের অন্যতম গণ্য করেছেন।
.
পঞ্চম আবেদন: আমি এটা মুজাহিদ আমীর ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে পেশ করছি: তা হচ্ছে, জিহাদ ও জিহাদী দাওয়াতের জন্য মঙ্গলজনক হল, আমরা মন্দ কারীর ব্যাপারে বলে দিব যে, সে মন্দ করেছে, যদিও যারা এই মন্দ কাজে লিপ্ত হয়েছে তারা আমাদের মধ্য থেকেই কেউ হয়। অনুরূপ আমরা ভালকাজ কারীর ব্যাপারে বলে দিব যে, তুমি ভাল কাজ করেছো, যদিও উক্ত ভালকাজ কারী আমাদের ছাড়া অন্য কেউ হোক।
.
নিশ্চিত, কোন ভুল কাজ বা শরীয়ত বিরোধী কাজকে ভাল প্রমাণ করতে চাওয়া জিহাদের জন্য আদৌ মঙ্গলজনক নয়। চাই উক্ত কাজে আমরা নিজেরা লিপ্ত হই বা আমাদের কেউ লিপ্ত হউক। আর আমরা আমাদের সাময়িক স্বার্থকে দ্বীনের স্বার্থের উপর প্রাধান্য দিব না। আল্লাহ তা’আলা বলেন:
﴿يَا أَيُّھَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُھَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ﴾
“হে মুমিনগণ! তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষ্যদাতারূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা তোমাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়।”
.
.
(উদ্ধৃত অংশটি শাইখ উস্তাদ উ@স]ম। ম]হ-মুদ হাফিজাহুল্লাহর "দূরদৃষ্টির সাথে জিহ|দ" থেকে চয়ন করা হয়েছে।)