আগের পোস্টে আমি সরকারি কর্মকর্তা ও মিডিয়া বিশ্লেষকদের অভিমত পেশ করেছি, যার বেশিরভাগই ৯/১১ এর পরের; কিছু ক্ষেত্রে ২০০১ সালের আগের। এবার আমরা ৯/১১ এর আগে-পরে সেনাবাহিনীর পাপের ফর্দ দেখব-
৯/১১ এর আগে-
৯/১১ এর পরে -
৯/১১ এর আগে-
- এক শতাব্দী আগে আমেরিকান মেরিন সেনা কিছু মজুরকে নিকারাগুয়ায় ঘাস কাটতে ও গাছ ছাটাই করতে দেখেই নিশ্চিত হয়ে যায় যে, এরা সশস্ত্র দস্যু! এবং বিমান হামলা চালায়। https://theintercept.com/2023/11/12/america-wars-bombing-killing-civilians/
- 2য় বিশ্বযুদ্ধে জাপানে 442000 বেসামরিক মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। https://www.hawaii.edu/powerkills/COMM.10.5.03.HTM#:~:text=The%20civilian%20death%20 toll%20in,Air%20Force%20crewmen%20were%20killed.
- কোরিয়া যুদ্ধে আমেরিকা বোমা হামলা করে উত্তর কোরিয়ার 22 টি শহরের 18 টি অর্ধেক বা তার সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছিল। (উইকিপিডিয়া)
- ভিয়েতনাম যুদ্ধে ৩৮ লক্ষ বেসামরিক হত্যা করেছে আমেরিকা।
- কম্বোডিয়া -লাওস মিলিয়ে 43 লক্ষ বেসামরিক https://www.asadismi.info/the-u-s-war-crimes-record-u-s-responsible-for-killing-of-millions-mostly-civilians/
- কঙ্গো রুয়ান্ডা উগান্ডায় 69 লক্ষ বেসামরিক হত্যার পর আমেরিকা কিভাবে বেসামরিক হত্যার অভিযোগে অন্যদের অভিযুক্ত করার চেষ্টা করতে পারে সেটাই বিস্ময়কর। https://www.asadismi.info/the-congo-still-ravaged-by-u-s-funded-conflict-and-plunder-genocide-and-rape-stain-companies-blood-mineral-profits/
- 1991 সালে উপসাগরীয় যুদ্ধে 60 মাইল লম্বা রাস্তা জুড়ে বিমান হামলা করায় কি বেসামরিক মারা যায় নি? https://en.wikipedia.org/wiki/Highway_of_Death
- 1998 সালে ইরাকে অপারেশন ডেজার্ট ফক্স সংঘটিত করে 1200 বেসামরিক হত্যা। (Agence France Presse, 12/23/98).
- 1999 সালে যুগোস্লাভিয়ায় 23000 বোমা নিক্ষেপ।
- 1949-1999 পর্যন্ত যুদ্ধে নিহত ব্যক্তির 90% বেসামরিক।
https://www.icrc.org/eng/assets/files/other/icrc_002_0758.pdf
৯/১১ এর পরে -
- ইরাকের 10-15% সুন্নি নিহত হয়েছে। অর্ধেকের বেশি আবাস হারিয়েছে।
https://consortiumnews.com/2016/01/17/playing-games-with-war-deaths/ - স্থাপন করা হয়েছে ডজন ডজন কুখ্যাত কারাগার।
http://www.informationclearinghouse.info/pdf/icrc_iraq.pdf
- বাগদাদের মর্গে মাসে 1600 বেওয়ারিশ লাশ আসতো।
http://www.ohchr.org/Documents/Countries/July_August06_en.pdf
- লাশের স্তুপে ডবল চেক করা হত, কেউ বেচে গেল কিনা।
http://usatoday30.usatoday.com/news/nation/2007-07-15-1882612765_x.htm
- মসুল শহরেই নিহত হয়েছে 40 হাজার বেসামরিক। https://consortiumnews.com/2017/08/21/covering-up-the-massacre-of-mosul/ ব্যবহার করা হয়েছে 10 হাজার বোমা। http://www.afcent.af.mil/Portals/82/Documents/Airpower%20summary/Airpower%20Summary%20-%20July%202017.pdf?ver=2017-08-08-115255-900
- ইরাকে নিহত বেসামরিকের সংখ্যা প্রায় 2 লক্ষ। এই হিসাব সন্দেহজনক কারণ অধিকাংশ পরিবার নিহতের সংখ্যা সরকারের কাছে জানায় না। আর সেনাবাহিনী নিহতের দেহ নদীতে ভাসিয়ে দেয়।
https://www.juancole.com/2006/10/655000-dead-in-iraq-since-bush.html - বিভিন্ন হিসাবে নিহতের সংখ্যা 10 লক্ষের বেশি
https://www.reuters.com/article/us-iraq-deaths-survey/iraq-conflict-has-killed-a-million-iraqis-survey-idUSL3048857920080130 - ইয়েমেনে নিহত হয়েছে 4 লক্ষ।
https://www.cfr.org/global-conflict-tracker/conflict/war-yemen
- ওবামা নিজেও স্বীকার করেছে
https://www.cnn.com/2016/04/01/politics/obama-isis-drone-strikes-iran/index.html - জুলাই 2016, হোয়াইট হাউজের রিপোর্টে বলা হয়, 64-116 জন বেসামরিক মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার যুদ্ধাঞ্চলের বাইরে নিহত হয়েছে। কিন্তু গবেষকদের মতে 212-315 জন নিহত হয়েছে।
https://original.antiwar.com/louis_fisher/2018/10/22/americas-pattern-of-killing-innocent-civilians/ - শুধু 2016 সালের মে মাসেই 493-1168 জন বেসামরিক শুধু পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় মারা গেছে বলে জানিয়েছে Bureau of Investigative Journalism।
- 2017 থেকে 2019 এর ভিতরে সোমালিয়ায় 123 টি বিমান হামলা করা হয়।
- সেপ্টেম্বর 2016, উত্তর কোরিয়া আমেরিকার 2য় কোরিয়ান যুদ্ধের নীলনকশা আবিষ্কার করে। https://consortiumnews.com/2017/10/12/why-north-korea-wants-nuke-deterrence/
- সিরিয়াতে 5 বছরে 8106 জন বেসামরিক হত্যা করেছে আমেরিকা।
- 30 আগস্ট 2021, কাবুল শহরে ড্রোন হামলা করে 10 জন বেসামরিক নাগরিক হত্যা করে।
Comment