Announcement

Collapse
No announcement yet.

বেসামরিক হত্যাঃ আমেরিকা বনাম আল কায়েদা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বেসামরিক হত্যাঃ আমেরিকা বনাম আল কায়েদা

    কাফেরদের কর্ম-
    শিশু হত্যা
    • বিমান হামলা করে 36 জন বেসামরিক সহ গাদ্দাফী-কন্যাকে হত্যা - (Washington Post, 5/9/86)
    • ইমাম আনোয়ার আল আওলাকী-রাহ: এর 16 বছরের ছেলেকে হত্যার ব্যাপারে যুক্তি দাড় করিয়েছে ওবামা
    https://www.theatlantic.com/politics/archive/2012/10/how-team-obama-justifies-the-killing-of-a-16-year-old-american/264028/
    • ৮ বছরের মেয়ে নাওয়ার-ও বাদ যায় নি।
    https://theintercept.com/2017/01/30/obama-killed-a-16-year-old-american-in-yemen-trump-just-killed-his-8-year-old-sister/
    • তাগুত বাহিনীর পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে 10 হাজার বালক ও পুরুষ। http://secretsinbaghdad.blogspot.com/2005_07_01_archive.html
    • Khost Protection Force আগস্টের 11 তারিখে কয়েকজন স্কুল ছাত্র সহ মোট 11 জন নিরস্ত্রকে হত্যা করে।
    বছরে 15 বিলিয়ন ডলার খরচ করা হয় বেসামরিক হত্যার তথ্য চাপা দেয়ার জন্যhttp://www.washingtonexaminer.com/feds-spend-15-billion-a-year-on-pr-watchdog-finds/article/2603743

    কাফিররা কি সংশোধনে ইচ্ছুক?
    • ইরাকে এত বেসামরিক হত্যার পরেও আমেরিকার রাষ্ট্রদূত জাতিসংঘে গিয়ে বলেছেন যে, ইরাকের উদাহরণ দিয়ে সামরিক হস্তক্ষেপে বাধা দেয়া অতিরঞ্জিত হুশিয়ারি।
    I think there is too much of, ‘Oh, look, this is what intervention has wrought’ … one has to be careful about overdrawing lessons

    আমার মনে হয়, 'ওহ, দেখো, হস্তক্ষেপের ফলেই এটা ঘটেছে' - এই কথাগুলো অনেক বেশি বলা হচ্ছে... অতিরিক্ত জ্ঞান দেয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

    https://www.defenseone.com/threats/2014/11/un-ambassador-warns-against-intervention-fatigue/99485/
    • American Enterprise Instituteএর Hal Brands একই কথা বলেছেন।
    https://www.foreignaffairs.com/reviews/iraq-war-lessons-blundering-into-baghdad-hal-brands
    • নিরাপত্তা বিশ্লেষক নাটালিয়া এন্তোনোভা একই কথা বলেছেন। কিছু নিকৃষ্ট বেসামরিক মারা গেছে বলে আরেকটি অপূর্ব যুদ্ধ থেকে পিছিয়ে থাকার মানে হয় না।
    https://foreignpolicy.com/2023/02/23/iraq-antiamericanism-ukraine/

    জনগণের অবস্থান

    gallup এর পোল অনুযায়ী, বেসামরিক হত্যা করতে মুসলমানদের আগ্রহ সবচেয়ে কম। কাফেররা মুখে শান্তির কথা বললেও এখনো উল্লেখযোগ্য অংশ সিসেরো-কে অনুসরণ করে। http://www.gallup.com/poll/148763/Muslim-Americans-No-Justification-Violence.aspx
    https://eadn-wc04-3257648.nxedge.io/wp-content/uploads/2013/05/civiliansmilitary.gif
    বিভিন্ন প্রশ্নের মধ্যে, বাস্তবে, বেসামরিক নাগরিকদের উপর আক্রমণের প্রতি আমেরিকানদের মনোভাব অনেক বেশি শিথিল ছিল।”
    মুসলিমদের অবস্থান

    সময়ের সাথে আন্তর্জাতিক আইন প্রণয়ন ও সংশোধনের পর বেসামরিকের কাতারে এখন নিরস্ত্র বালেগ পুরুষ স্থান করে নিয়েছে। দাসপ্রথা বিলোপের মত বেসামরিকের নিরাপত্তাও এখন প্রায় সর্বজন স্বীকৃত। তবে
    বেসামরিক হত্যা নিয়ে কোন মুসলিমের কোন মাথাব্যথা নেই। কারণ আমরা সাহাবীদের কখনও নির্বিচারে বা অহেতুক কাফির মেরে বেড়াতে দেখি নি। আর বিশ্বের প্রচলিত রাজনৈতিক চুক্তি ও সর্বসম্মতিকে গুরুত্ব দেয়া সালাফদের মানহাজ বিরোধী নয়। আফগানিস্তানে রাজনৈতিক কারনেই তাই দাসপ্রথা পুনঃপ্রতিষ্ঠা করা হয় নি; তানজিম থেকেও বেসামরিক হত্যার ব্যাপারে সমসাময়িক রাজনৈতিক প্রথাকে গুরুত্ব দেয়ার ইঙ্গিত পাওয়া যায়।
    তবুও দাস-দাসী বা বেসামরিকের নিরাপত্তা ইত্যাদি সামাজিক চুক্তি বা আইনি বৈধতার প্রশ্নকে নৈতিকতা ও আবেগের মানদণ্ডে বসিয়ে জনতার উচ্চমাত্রার এড্রেনালিন ক্ষরণ করে ইসলামের শত্রুরা ও মিডিয়া বিকৃত ডোপামিনের সুখ লাভ করে তাতে সন্দেহ নেই।

    তানজীমের অবস্থান

    গুপ্ত সংগঠন হিসাবে প্রচারণা ও জনসংযোগের অসম লড়াইয়ে টিকে থাকার ইচ্ছা ত্যাগ করেই আবারও তাত্ত্বিকতায় ফিরে আসা যাক-
    উপমহাদেশের আচরণবিধি অনুচ্ছেদ 4, 5 6 অনুযায়ী, "জামাআত প্রত্যেক এমন লক্ষ্যবস্তুকে নিশানা বানানো অথবা হত্যা করা থেকে বিরত থাকে, যাকে হত্যা করা শরীয়ত অনুযায়ী হয়তো জায়েয, কিন্তু এই হত্যাকাণ্ডের ফলে জিহাদের লাভ অপেক্ষা ক্ষতি বেশি হয় অথবা যা মুসলিম উম্মতের উপলব্ধির বাইরে এবং মুসলিম উম্মতকে জিহাদ থেকে দূরে সরিয়ে দেয়।"
    "আমরা সাধারণভাবে এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদের ক্ষতিসাধন করা থেকে বিরত থাকি, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে না এবং তাতে সাহায্যও করে না।"
    "আমরা শত্রুদের সাথে সম্পৃক্ত নিরস্ত্র লোকদেরকে (অর্থাৎ ঐসব লোক, যারা যুদ্ধে অংশগ্রহণ করে না; যেমন নারী ও শিশু) নিশানা বানানো থেকে বিরত থাকি।"

    বাংলাদেশের বেসামরিকদের নিরাপত্তার ব্যাপারে তানজিমের বক্তব্য, 'ভারত উপমহাদেশের কোনো জায়গায় হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জনসাধারণ, তাদের বসতবাড়ি এবং উপাসনালয় আমাদের লক্ষ্যবস্তু নয়। কারণ আমাদের যুদ্ধ এসব ধর্মীয় গোষ্ঠীর সশস্ত্র গ্রুপগুলোর সাথে, যারা মুসলমানদের উপর নির্যাতন করছে।"
    "আমরা পাকিস্তানের এবং বাংলাদেশের সশস্ত্রবাহিনীর সদস্যদের স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হত্যা করাকে শরীয়তের আলোকে ভুল মনে করি। "
    "হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ইত্যাদি যা শত বছর ধরে পাকিস্তান ও বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোতে বসবাস করে আসছে, তাদের বিরুদ্ধে জামাআত যুদ্ধে জড়াতে চায় না। "
    এই মর্মে পুরো আচরণবিধিতে আরও বিস্তারিত ও অতিরিক্ত অনুচ্ছেদ রয়েছে। আশাকরি, এতটুকু প্রমাণাদি আমাদের আলোচনার জন্য যথেষ্ট হবে।

    তবে বাংলাদেশে তানজিমের বেসামরিক লক্ষ্যবস্তুর বিবরণে বলা হয়, "কট্টর হিন্দুপন্থী দলগুলোর ঐসব নেতা, যারা মসজিদ গুঁড়িয়ে দেয়া, মুসলমানদের হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন ও ধ্বংস করা এবং জোরপূর্বক হিন্দু বানানোর মতো জঘন্য কর্মে জড়িত।...রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী।"
    এই প্রসঙ্গে অধমের রচিত 'শাতিমের জন্য মব জাস্টিস' শিরোনামে দাওয়াহ ইলাল্লাহ ফোরামে একটি পোস্ট রয়েছে। উক্ত পোস্টের 'তানজিমের অধীনে' শীর্ষক অনুচ্ছেদ কট্টর হিন্দু নেতা ও শাতিম হত্যার যৌক্তিকতা প্রসঙ্গে যথেষ্ট হবে ইনশাআল্লাহ্।
    https://archive.org/details/shatim_202501


    তালেবানদের কর্ম
    • তালেবানদের চেয়ে আমেরিকা বেশি বেসামরিক হত্যা করেছে। Afghans face greater danger of death from their government and its allies than from the Taliban। মাত্র 7 মাসে 1302 টি বিমান হামলা হয়েছে আফগানিস্তানে।
    https://www.latimes.com/politics/story/2019-09-07/trumps-shameful-rules-of-engagement-are-killing-civilians
    • Center for Civilians in Conflict প্রায় 250 জন রাজাকারের সাক্ষাৎকার প্রকাশ করে। তারা জানিয়েছিল যে, আমেরিকার হয়ে কাজ করছে যেন তার পরিবার আমেরিকার জুলুম থেকে নিরাপত্তা পায়। The most common motivation for involvement, described by interviewees in all four case studies, was the protection of self or family
    চারটি কেস স্টাডিতেই সাক্ষাৎকারদাতাদের বর্ণণায়, তাদের সম্পৃক্ততার সাধারণ প্রেরণা ছিল নিজের বা পরিবারের সুরক্ষা।”
    https://civiliansinconflict.org/wp-content/uploads/2017/09/Peoples_Perspectives_Executive_Summary.pdf
Working...
X