Announcement

Collapse
No announcement yet.

সবর হে প্রিয় হুরেঈন!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সবর হে প্রিয় হুরেঈন!

    সবর হে প্রিয় হুরেঈন! সবর!

    সবর হে প্রিয় হুরেঈন! সবর!
    আমি আসছি, তোমার মোহরানা নিয়ে!
    তুমি পাবে না আমাকে খায়েন হিসেবে!
    সিরিয়াল দিয়েছি মেহেদী লাগাতে, সুরভিত আবীরে মোহরিত হয়ে তোমাকে চমকে দিবো এই নিয়্যাতে, তোমার ঘ্রাণের চেয়েও যাতে আমার ঘ্রাণ মিষ্টি হয়। তোমার চোখের চেয়েও যাতে আমার চোখ সুন্দর হয়!
    তুমি তো মেহেদী লাগাও হাতে আর পায়ে আর আমি মেহেদী দিবো সারা শরীরে! তোমার সুগন্ধি তোমার পোশাকে আর আমার ঘ্রাণ ছুটবে আমার রক্ত থেকে! তাই হে প্রিয় তুমি ভেব না! আমি আসছি হে প্রিয়! আমি আসছি!


    তুমি হয়তো ভাবছো!
    দুনিয়াবি চাহিদায় যদি আমি হারিয়ে যায়!
    ডুবে যায়, প্রলুব্ধকারী এই ভুবনের মায়ায়!
    তোমাই ছেড়ে যদি আমি চোরাবালিতে আটকে যায়! মরুচিকার পিছে যদি ছুটেই বেড়ায়!
    না হে প্রিয়! আমি তোমার অপেক্ষাতেই আছি।
    আমি যাব না হে প্রিয়! আমি যাব না! তোমার রব্ব কে আমি কথা দিয়েছি, 'তাঁর পথ থেকে কভু বিচ্যুত হবো না'।
    এই চুক্তির ভিত্তিতেই তো তোমার মালিক তোমাকে আমার সাথে বিয়ে দেয়ার কথা বলেছেন। আমার হাতে তোমাকে তুলে দিতে চেয়েছেন। তুমি শুধু দুআ করো! আমি যেন, এই ওয়াদা রক্ষা করে যেতে পারি!


    প্রিয় হে! তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যে কত কষ্ট করতে হচ্ছে, তুমি এগুলোর কিছুই বুঝবে না! কারণ তোমার মধ্যে তো খাহেশাত নেই, কিন্তু আমি! খাহেশাতের যাতনা আমাকে পিষ্ট করে ছাড়ছে! আমার আরামের ঘুম কেঁড়ে নিয়েছে, আমার শান্তিময় জীবনে ঝঞ্ঝাবায়ু​ প্রবাহিত হচ্ছে, আমাকে সমূলে উপড়ে ফেলতে চাচ্ছে , কিন্তু না হে বন্ধু! আমি নড়ছি না! দাঁতে দাঁত চিপে, হাতের মুঠো শক্ত করে নিজেকে আটকিয়ে রাখছি, যাতে তুমি আমার থেকে ছুটে না যাও! তোমার সাথে আমার এই বিয়ে যেন ভেঙ্গে না যায়!



    তোমাকে আমি দেখেনি, কিন্তু তোমার কথা শুনেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, আমি জানি না, তুমি আমার লেখা পড়বে কী না! তবে এটা জানি , আমাকে বিয়ে করলে তুমি শুধু আমাকেই ভালোবাসবে, আর কারও কথা তোমার মনে পড়বে না! তুমি আমাকেই সবচেয়ে যোগ্য ও সুদর্শন পুরুষ হিসেবে জানবে। সকাল-সন্ধা তুমি আমাকে মনকাঁড়া এক কণ্ঠে রবের প্রশংসাবাণী শুনাবে!
    আমার মালিক তোমাকে আমার জন্যই বানিয়েছেন। আনুগত্যের বদৌলতে তোমাকে পুরষ্কার হিসেবে দেয়ার কথা বলেছেন। আমি আনুগত্য করেই যাব! তুমি একটু ধৈর্য ধরো হে প্রিয়! তুমি ধৈর্য ধরো! আমি আসছি!
    এই তো দেখ আমি আসছি, এই দেখ, আমি তৈরী হচ্ছি! পথে-প্রান্তরে পাগলের মত ঘুরে বেড়াচ্ছি! শাহাদাতের নেশায় অনবরত ছুটে বেড়াচ্ছি!
    শুধুমাত্র তোমার রবের ফায়সালার অপেক্ষায়! ব্যস আর কিচ্ছু না! আমি উদগ্রিব হয়ে বসে আসি, আমি ব্যকুল! আমি অস্থির! আমি আজ অশান্ত বিক্ষুব্ধ তরঙ্গ।

  • #2
    আমার মালিক তোমাকে আমার জন্যই বানিয়েছেন। আনুগত্যের বদৌলতে তোমাকে পুরষ্কার হিসেবে দেয়ার কথা বলেছেন। আমি আনুগত্য করেই যাব!

    ইনশাআল্লাহ!
    لا حول ولا قوة الا بالله


    !اللهم زوجنا بحور عين
    ​آمين

    Comment


    • #3
      হে হুরেঈন ইন শা আল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি।

      ইয়া হুরেঈন আমি জানি আপনি আমার জন্যই দিন রাত অপেক্ষায় আছেন, শুধুই আমার জন্য। ইন শা আল্লাহ আমি সব থেকে উত্তম ভাবে নিজেকে প্রস্তুত করে সাজিয়েই আপনার কাছে আসবো আর কেউই আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না।

      শুধু আপনি আর আমি এক সাথে সারাজীবন থাকবো আর রহমানের জান্নাতে ।
      [ গুরাবা হয়ে লড়তে চাই, গুরাবা হয়েই শাহাদাহ চাই ]

      Comment


      • #4
        آمين।
        তুমি একটু ধৈর্য ধরো হে প্রিয়! তুমি ধৈর্য ধরো! আমি আসছি!

        فَاَعۡرِضۡ عَنۡهُمۡ وَ انۡتَظِرۡ اِنَّهُمۡ مُّنۡتَظِرُوۡنَ

        Comment


        • #5
          ভাই আমি বলে বুঝাতে পারব না কত ভালো হয়েছে লেখাটি।মাশাআল্লাহ।জাজাকাল্লাহ।

          "ধৈর্যশীল ও সতর্কবান ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত"- শাইখ ওসামা বিন লাদেন(রহ.)

          Comment


          • #6
            দুনিয়াতে অবৈধ সম্পর্ক যাকে বর্তমান সমাজব্যবস্থায় নাম দেয়া হয়েছে প্রেম ভালোবাসা সেটার জন্য আমরা কতকিছু ত্যাগ করি, প্রেয়সীকে না পেয়ে অস্থির হয়ে পড়ি। কিন্তু রব্বে কারীমের ভালোবাসার জন্য এমনটি আজ খুব কমই লক্ষ্য করা যায়। আল্লাহ তায়ালা আমাদের উনার সত্যিকারের ভালোবাসার অধিকারী হিসেবে কবুল করুন আমীন।

            Comment

            Working...
            X