Announcement

Collapse
No announcement yet.

জিহাদের ফযীলত পর্ব ১৮; জিহাদের প্রতি উৎসাহ দেওয়ার ফযীলত:

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জিহাদের ফযীলত পর্ব ১৮; জিহাদের প্রতি উৎসাহ দেওয়ার ফযীলত:

    জিহাদের প্রতি উৎসাহ দেওয়ার ফযীলত:

    জিহাদের প্রতি উৎসাহ দেওয়া আল্লাহ তাআলা প্রদত্ত একটি ফরয বিধান। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেন,
    يَاأَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ -سورة الأنفال: 65
    “হে নবী, আপনি মুমীনদেরকে জিহাদের প্রতি উৎসাহিত করুন। (এই বলে যে,) যদি তোমাদের মধ্য হতে বিশজন ধৈর্যশীল ব্যক্তি থাকেন, তাহলে (তোমাদের দশগুণ বেশি) দুইশত কাফেরের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্য হতে একশত জন ব্যক্তি থাকেন, তাহলে (দশগুণ বেশি) এক হাজার কাফেরের উপর বিজয়ী হবে। উক্ত তফাৎ এ জন্য যে, কাফেররা (আল্লাহ প্রদত্ত সাহায্যের মূল উপকরণ সম্পর্কে) বুঝ রাখে না।” -সূরা আনফাল: ৬৫
    জিহাদের প্রতি উৎসাহ দেওয়ার ফযীলতের জন্য নিম্নোক্ত হাদীসটিই যথেষ্ট
    عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ: َقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ» -رواه مسلم (1893)
    “আবু মাসঊদ আনসারী রাদি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (অন্য ব্যক্তিকে) কোনো ভালো কাজের রাস্তা বাতলে দিল, সে ভালো কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পাবে” –সহীহ মুসলিম: ১৮৯৩
    সুতরাং আপনি যদি কোনো এক ভাইকে জিহাদের প্রতি উৎসাহ দিয়ে জিহাদের জন্য প্রস্তুত করতে পারেন, তাহলে উক্ত ব্যক্তি তার পুরো জীবন জিহাদ করে যতটুকু সওয়াব পাবে, আপনি তাকে জিহাদের রাস্তা দেখানোর কারণে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন; অথচ তার সওয়াব থেকে একটুও কমবে না। একটু কল্পনা করুন।
    رحم الله عبدا صوبني فيما أخطأت وحرضني فيما أصبت

  • #2
    ভাই, আপনি মাঝে কোথায় হারিয়ে গেলেন। আপনার সিরিজটা জারি রাখলে উপকৃত হতাম। জাযাকুমুল্লাহু খাইরা।

    Comment

    Working...
    X