আমাদের অবহেলা আর গাফেলতির কারনে আজ উম্মতের মা বোন দের আর উম্মতের শিশুদের পথে বসতে হয়েছে। আমাদের উদাসীনতা উম্মতের রক্ত আর মা বোনদের পবিত্র ইজ্জত হয়ে প্রবাহিত হচ্ছে.. কিন্তু এরপরেও আমরা আড়মোড়া দিয়ে বলি, আমার কিই বা করার আছে?
আর কিচ্ছু করার না থাকলেও অন্তত একটা কাজ তো অবশ্যই করার আছে, অনেক বেশি দুয়া করার আছে।
উম্মতের কষ্ট কে আমরা অনুধাবন করতে পারিনা, কারন আমরা সেটা নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছি। এটা কি আমাদের জন্য লজ্জা নয় যে, আমাদের মায়েরা আর আমাদের শিশুরা রাস্তায় জীবন যাপন করছে আর আমরা তাদের কোন খবর ই রাখি না!
উম্মতের একটি কষ্ট হলেও আমরা তা যেন অন্যের সাথে আলোচনা করি ইনশাআল্লাহ্*..
Comment