জায়েদ ইবনে আসলাম(রাদিয়াল্লাহু আনহু) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে,ততক্ষন পর্যন্তই সতেজ ও (চির) সবুজ রুপে জিহাদ চলবে। আর মানুষের উপর এমন এক সময় আসবে, যখন তাদের মধ্যকার কুরআন তিলাওয়াতকারীরা বলবেঃ 'এখন জিহাদের সময় নয় ' অতএব, যে কেউ সেই সময়ে থাকবে জিহাদের জন্য সেটাই সর্বোত্তম সময়। তাঁরা(রাদিয়াল্লাহু আনহুম) বললঃ "ইয়া রাসুলুল্লাহ ! সত্যই কি কেউ এমন বলবে?" তিঁনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ "হ্যাঁ , তার উপর আল্লাহ্*র লানত এবং ফেরেশতাকুল ও সমগ্র মানবজাতির লানত।"
[উসুল আস সুন্নাহ মুরসালানে ইবনে যামনীন থেকে বর্ণিত এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে আসাকির মারফু সুত্রে বর্ণনা করেছেন]
সুবহানাল্লাহ!! জিহাদ সম্পর্কিত একটি অসাধারণ হাদিস। আমাদের বর্তমান সময়ের সাথে এই হাদিসের কি অপূর্ব মিল রয়েছে!!সুবহানাল্লাহ!! আল্লাহ্*র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য বলেছেন এবং আমরা এই হাদিসের সত্যতা ও পেয়েছি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আল্লহর সত্য রাসুল এই হাদিসও তার একটি প্রমান। ইয়া রাসুলুল্লাহ, আমরা জিহাদের সেই সর্বোত্তম সময়টি পেয়েছি। আলহামদুলিল্লাহ।
হে আল্লাহ্* ! এই হাদিস জানার পরও যারা বর্তমানে জিহাদ থেকে পিছনে পড়ে থাকবে আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত কইরেন না।
Comment