তুমি চোখ বুঁজলে তোমার সামনে ভেসে উঠে নানান রঙিন স্বপ্ন।
আর আমি চোখ বুঁজলে আমার সামনে ভেসে উঠে মুসলিম শিশুদের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহগুলো!
তুমি কান পেতে শুনো পাখিদের মধুর কলরব কিংবা ঝর্ণার মিষ্টি কলতান।
আর আমার কানে ধ্বনি-প্রতিধ্বনিত হয় আমার মুসলিম মায়ের বুকফাটা আর্তনাদ!
গভীর রাতে তুমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠো কোন মধুর স্বপ্ন দেখে।
আর আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠি আমার নির্যাতিতা মুসলিম বোনের করুণ আর্তচিৎকারে।
তোমার নির্ঘুম রাত কেটে যায় ঝিঁঝিঁর গান শুনে, আকাশের তারা গুনে কিংবা চাঁদের আলোয় স্বপ্ন বুনে।
আর আমার নির্ঘুম রাত কেটে যায় জালিমের কারাগারে বন্দি আমার অসহায় মুসলিম ভাইদের কথা ভেবে!
বাতাসে তোমার নাকে ভেসে আসে শিশির ভেজা ফুলের মন মাতানো সৌরভ।
আর আমার নাকে ভেসে আসে রক্ত ও বারুদের গন্ধ।
কারণ, তাদের জন্য তোমার মনে হয়তো একটুও মমতাবোধ জাগে না, কিন্তু তাদের দেহের যত ফোঁটা রক্ত ঝরে, আমার হৃদয়েও তত ফোঁটা রক্তক্ষরণ হয়!
কারণ, আমি জানি, তারা আমারই বাবা মা, আমারই ভাই বোন এবং আমারই আপনজন।
আর আমি চোখ বুঁজলে আমার সামনে ভেসে উঠে মুসলিম শিশুদের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহগুলো!
তুমি কান পেতে শুনো পাখিদের মধুর কলরব কিংবা ঝর্ণার মিষ্টি কলতান।
আর আমার কানে ধ্বনি-প্রতিধ্বনিত হয় আমার মুসলিম মায়ের বুকফাটা আর্তনাদ!
গভীর রাতে তুমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠো কোন মধুর স্বপ্ন দেখে।
আর আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠি আমার নির্যাতিতা মুসলিম বোনের করুণ আর্তচিৎকারে।
তোমার নির্ঘুম রাত কেটে যায় ঝিঁঝিঁর গান শুনে, আকাশের তারা গুনে কিংবা চাঁদের আলোয় স্বপ্ন বুনে।
আর আমার নির্ঘুম রাত কেটে যায় জালিমের কারাগারে বন্দি আমার অসহায় মুসলিম ভাইদের কথা ভেবে!
বাতাসে তোমার নাকে ভেসে আসে শিশির ভেজা ফুলের মন মাতানো সৌরভ।
আর আমার নাকে ভেসে আসে রক্ত ও বারুদের গন্ধ।
কারণ, তাদের জন্য তোমার মনে হয়তো একটুও মমতাবোধ জাগে না, কিন্তু তাদের দেহের যত ফোঁটা রক্ত ঝরে, আমার হৃদয়েও তত ফোঁটা রক্তক্ষরণ হয়!
কারণ, আমি জানি, তারা আমারই বাবা মা, আমারই ভাই বোন এবং আমারই আপনজন।
Comment