যাকে আল্লাহ জিহাদে এনেছেন তার জন্যে সতর্কতা
আবু য়াহিয়া লীবী রাহি:
আবু য়াহিয়া লীবী রাহি:
তোমার জন্য উত্তম আচরণ করা আবশ্যক। কেননা ইহাই আমলনামায় সবচেয়ে ভারী হিসেবে বিবেচিত হবে। এবং কিছু কিছু উলামারা বলেছেন: কস্ট দেয়া থেকে বিরত থাকা, উত্তম জিনিস খরচ করা, প্রস্ফুটিত চেহারা, এবং ভাইদের সাথে এমন আচরণ কর যা তুমি তাদের থেকে পাওয়ার আশা কর। তাদের সাথে কঠোর বা কঠিন হয়ো না, বা খারাপ কার্জসম্পাদনকারী, জুলুম কারী বা গালীদাতা হয়ো না। বরং তাদের সাথে নম্র, ভদ্র, সহজ ও উত্তম আচরণকারী হও। এবং নাবী আলাইহিস সালামকে অনুসরণ কর তার আখলাকের ক্ষেত্রে যেমন অনুসরণ করে থেক তার সালাত ও জিহাদের ক্ষেত্রে।
Comment