ইসলামী বিপ্লবের পদ্ধতি
শাইখ আসেম উমার হাফি:
শাইখ আসেম উমার হাফি:
যার ইচ্ছা দেখে নাও! আল জাজিরা থেকে ফিলিপাইন পর্যন্ত ইবরাত হাসিলের দাস্তান খুলে দেয়া আছে। যারাই আল্লাহর রাসূল সা: ও সাহাবাদের রাস্তা থেকে সরে ইসলামী বিপ্লব করতে চেয়েছে; তারা শেষ পর্যন্ত কোথায় পৌছেছে। আল জাজায়েরের পর মিসরের বর্তমান ঘটনাগুলোও বুদ্ধিমানদের সামনে আছে। যদিও বিভিন্ন রাষ্ট্রে কিছু শক্তি ইসলামের নামে ক্ষমতা পেয়ে গেছে, কিন্তু ইসলাম আজ পর্যন্ত সেখানে গনতান্ত্রীক পার্লামেন্টের প্রতি মুখাপেক্ষি রয়ে গেছে।
বিপ্লব হওয়ার আগে যেমন ইসলামকে মানজুর করানোর জন্যে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঠোকর খেতে হয়ছে, বিপ্লব আসার পরেও মুহাম্মাদ সা: এর শরিয়াহ পার্লামেন্টের অনমুদনের প্রতি মুখাপেক্ষি হয়ে রয়েছে।
তাই খেয়াল রাখতে হবে, কোন নাম-সর্বস্ব জামাতের ক্ষমতা মিলে যাওয়াই ইসলামী বিপ্লব নয়। যদি ইসলামী বিপ্লবের বাস্তব নমুনা দেখতে চাও তাহলে আফগানিস্তানে তালেবানদের পদ্ধতিকে দেখে নাও।
Comment