প্রশ্ন: আলেমের ফজিলত বেশি না’কি শহীদের?
উত্তর: বিষয়টিকে দু’দিক থেকে বিবেচনা করতে হবে।
এক. যার ইখলাছ যত বেশি, যে যত বেশি কষ্ট সহ্য করেছে, বিপদাপদের সম্মুখিন হয়েছে, সবর করেছে তার ফজিলত তত বেশি।
দুই. জিহাদের ফজিলত বেশি না’কি ইলমের ফজিলত বেশি? স্থান, কাল, পাত্র ভেদে এ দু’য়ের ফজিলতের মাঝে তফাৎ হবে। যেটির দরকার বেশি সেটির ফজিলত বেশি। যখন ইলমের তুলনায় জিহাদের দরকার বেশি তখন জিহাদের ফজিলত বেশি। আর যখন জিহাদের তুলনায় ইলমের দরকার বেশি তখন ইলমের ফজিলত বেশি। আবার কোন ব্যক্তির জন্য ইলমের তুলনায় জিহাদের দরকার বেশি, আর কোন ব্যক্তির জন্য জিহাদের তুলনায় ইলমের দরকার বেশি। এ হিসেবে ফজিলতের মাঝে তারতম্য হবে।
উত্তর প্রদানে: আবুল মুনযির আশ-শানকীতি।
শরয়ী বিভাগ, মিম্বারুত তাওহীদ।
(সংক্ষেপিত)
Comment