দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, উস্তাযে মুহতারাম আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি দা. বা. একবার দাওরায়ে হাদিসের দরসগায় বললেন, "আত্মঘাতী হামলা বৈধ নয়; এটা আত্মহত্যা।"
আফগানি ছাত্ররা কথাটা মেনে নিতে পারলনা। ঐদিনই বাদ আসর দু'জন আফগানি ছাত্র হযরতের বাসায় তাঁর খাস মজলিসে উপস্থিত হয়ে বলল, "হযরত বর্তমান যামানায় কাফেরদের নেস্তনাবুদ করার জন্য আত্মঘাতী হামলা ছাড়া দ্বিতীয় কোন পথই নেই!"
কথাটা শুনার পর হযরত বললেন, "তাই নাকি? তাহলে এসব ব্যাপারে তোমরাই ভাল জানো।"
ঘটনাটা আমার দেওবন্দের এক সহপাঠী বর্ণনা করেছেন, যিনি সরাসরি ঐ প্রশ্নকারী আফগানি ছাত্রের মুখ থেকে শুনেছেন।
ঘটনাটা ঐ হাদিসের মতো, যে হাদিসে রাসুল সা. খেজুর গাছের নর কলি দিয়ে নারী কলির উপর প্রজনন এর বেলায় বলেছেন, "তোমরা তোমাদের দুনিয়া সম্পর্কে বেশি অবগত।"
উক্ত ঘটনা থেকে আমাদের এই সবক নিতে হবে যে, লিকুল্লি ফান্নিন রিজাল।
*মোহাম্মদ আবদুর রহমান
২৬ রমযান ৩৮ হিজরী
*
আফগানি ছাত্ররা কথাটা মেনে নিতে পারলনা। ঐদিনই বাদ আসর দু'জন আফগানি ছাত্র হযরতের বাসায় তাঁর খাস মজলিসে উপস্থিত হয়ে বলল, "হযরত বর্তমান যামানায় কাফেরদের নেস্তনাবুদ করার জন্য আত্মঘাতী হামলা ছাড়া দ্বিতীয় কোন পথই নেই!"
কথাটা শুনার পর হযরত বললেন, "তাই নাকি? তাহলে এসব ব্যাপারে তোমরাই ভাল জানো।"
ঘটনাটা আমার দেওবন্দের এক সহপাঠী বর্ণনা করেছেন, যিনি সরাসরি ঐ প্রশ্নকারী আফগানি ছাত্রের মুখ থেকে শুনেছেন।
ঘটনাটা ঐ হাদিসের মতো, যে হাদিসে রাসুল সা. খেজুর গাছের নর কলি দিয়ে নারী কলির উপর প্রজনন এর বেলায় বলেছেন, "তোমরা তোমাদের দুনিয়া সম্পর্কে বেশি অবগত।"
উক্ত ঘটনা থেকে আমাদের এই সবক নিতে হবে যে, লিকুল্লি ফান্নিন রিজাল।
*মোহাম্মদ আবদুর রহমান
২৬ রমযান ৩৮ হিজরী
*
Comment