বিগত বৎসরের ন্যায় এবারও নতুন সবক শুরু হয়েগেলো কওমির মাদ্রাসাগুলোতে। আনুষ্টানিকতার শেষ নেই। সাজগুজেরও কোন কমতি নেই। নেই শুধু পূর্বের সেই দ্বীন কায়েমের স্পিহাটুকু। লিখাপড়ার অনেক উন্নতি হয়েছে। থাকাখাওয়ারো উন্নতি হয়েছে। শুধু উন্নতি হয়নি তাকওয়া পরহেজগারিতার। নতুন বছর প্রত্যেকটা ছোট্রবড় মাদ্রাসাতে নতুন নতুন ছাত্রদের পদদলিতে মাদ্রাসার জমির উর্বর হচ্ছে। কিন্তু কই আগের মত জানবাজ আলেম মোজাহিদ তৈরি হচ্ছে না তো।
আজকে মনটা একটু খারাপ, আমরা এত লোক থাকার পরও কিছুই করতে পারছি না। একেতু কুফরি তন্ত্র তার সাথে একটা নষ্টা জালিমের অভিভাবকত্বে থাকতে হচ্ছে!!!! আল্লাহ আমাদের ক্ষামা করুন, আমাদের পথ দেখান, আমিন।
আজকে মনটা একটু খারাপ, আমরা এত লোক থাকার পরও কিছুই করতে পারছি না। একেতু কুফরি তন্ত্র তার সাথে একটা নষ্টা জালিমের অভিভাবকত্বে থাকতে হচ্ছে!!!! আল্লাহ আমাদের ক্ষামা করুন, আমাদের পথ দেখান, আমিন।
Comment