জিহাদ হলে আমি নাই।
-------আসেম হিন্দী
জিহাদ, জিহাদ, জিহাদ চাই জিহাদ হলে আমি নাই,
এ কথাতো বলে ভাই মুনাফিকের দলেরাই।।
রক্ত দিব যতো লাগে নিজের শরীর থেকে নয়,
একটা খাশি যবেহ করে রক্ত তাতে যাই হয়।
আর কতকাল বাটপারী মুনাাফিকী অরে ভাই।।
জান দিয়ে দিবো মাল দিয়ে দিবো, দিয়ে দেবো আরো যা লাগে,
মাঠে নামার কথা এলে পালায় সে আগেবাগে।
মুখেতে সে সব দিয়ে দেয় অন্তরে তার কিছুই নাই।।
কতক মানুষ জিহাদ করে ইষ্টেজেতে উঠিয়া,
জিহাদেরি ডাক আসিলে পালায় অযুহাত দেখায়া।
মুনাফিক তো তারাই ভাই এই কথা বলে যারাই।।
-------আসেম হিন্দী
জিহাদ, জিহাদ, জিহাদ চাই জিহাদ হলে আমি নাই,
এ কথাতো বলে ভাই মুনাফিকের দলেরাই।।
রক্ত দিব যতো লাগে নিজের শরীর থেকে নয়,
একটা খাশি যবেহ করে রক্ত তাতে যাই হয়।
আর কতকাল বাটপারী মুনাাফিকী অরে ভাই।।
জান দিয়ে দিবো মাল দিয়ে দিবো, দিয়ে দেবো আরো যা লাগে,
মাঠে নামার কথা এলে পালায় সে আগেবাগে।
মুখেতে সে সব দিয়ে দেয় অন্তরে তার কিছুই নাই।।
কতক মানুষ জিহাদ করে ইষ্টেজেতে উঠিয়া,
জিহাদেরি ডাক আসিলে পালায় অযুহাত দেখায়া।
মুনাফিক তো তারাই ভাই এই কথা বলে যারাই।।
Comment