বিসমিল্লাহির রাহমানির রাহীম ।
প্রিয় মুজাহিদ ভাইয়েরা । আমাদের উস্তাদগন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে , কওমি ছাত্রদের জীবনের লক্ষ হবে এ' লায়ে কালিমাতুল্লাহ । কিন্তু আজকের ছাত্রদের মাঝে কী দেখতে পাচ্ছি !? দেখে মনে হচ্ছে তাদের ইলম অর্জনের উদ্যেশ্য ভিন্ন । কেহ ডিগ্রির জন্য ছুটছে । কেহ ভালো চাকরির জন্য ছুটছে । আবার কেহ বড় বক্তা হওয়ার জন্য ছুটছে । আল্লাহ কোরানে বলেন ,তাদের দৃষ্টান্ত হলো : পুস্তুক বহনকারী গাধার ন্যায় । সে কি বহন করছে সে নিজেও জানে না । মাকসাদ হওয়া দরকার ছিলো দ্বীন কায়েম / দ্বীনের প্রচার প্রশারের কাজ করা । কিন্তু দেখা যাচ্ছে তার উলটো ।
কেহ কাজ হিসেবে বেচে নিয়েছে টিওশনি করা । কেহ ইমামতি করা ( ইমামতি অবশ্যই একটি ভালো কাজ তবে আল্লাহর জন্য হতে হবে) কেহ আবার শর্টকোর্স করে দ্রুত আলেম হয়ে যাচ্ছে ! কেহ আবার কিছুদিন কওমিতে পড়ে আলিয়াতে চলে যাচ্ছে ! কেহ ভার্সিটিতে । এ হচ্ছে বর্তমান সময়ের দিকভ্রান্ত ছাত্রদের মাকাসিদ ।
প্রিয় মুজাহিদ ভাইয়েরা । আমাদের উস্তাদগন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে , কওমি ছাত্রদের জীবনের লক্ষ হবে এ' লায়ে কালিমাতুল্লাহ । কিন্তু আজকের ছাত্রদের মাঝে কী দেখতে পাচ্ছি !? দেখে মনে হচ্ছে তাদের ইলম অর্জনের উদ্যেশ্য ভিন্ন । কেহ ডিগ্রির জন্য ছুটছে । কেহ ভালো চাকরির জন্য ছুটছে । আবার কেহ বড় বক্তা হওয়ার জন্য ছুটছে । আল্লাহ কোরানে বলেন ,তাদের দৃষ্টান্ত হলো : পুস্তুক বহনকারী গাধার ন্যায় । সে কি বহন করছে সে নিজেও জানে না । মাকসাদ হওয়া দরকার ছিলো দ্বীন কায়েম / দ্বীনের প্রচার প্রশারের কাজ করা । কিন্তু দেখা যাচ্ছে তার উলটো ।
কেহ কাজ হিসেবে বেচে নিয়েছে টিওশনি করা । কেহ ইমামতি করা ( ইমামতি অবশ্যই একটি ভালো কাজ তবে আল্লাহর জন্য হতে হবে) কেহ আবার শর্টকোর্স করে দ্রুত আলেম হয়ে যাচ্ছে ! কেহ আবার কিছুদিন কওমিতে পড়ে আলিয়াতে চলে যাচ্ছে ! কেহ ভার্সিটিতে । এ হচ্ছে বর্তমান সময়ের দিকভ্রান্ত ছাত্রদের মাকাসিদ ।
Comment