ওহে!! দূর্বল সংকল্পের অধিকারি তুমি কোথায়? অারে এটি তো সে পথ, যে পথে চলতে গিয়ে ক্লান্ত হয়েছেন অাদম ৷ ক্রন্দন করতে হয়েছে নূহকে ৷ অাগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে খলিলুল্লাহ ইব্রাহিমকে ৷ জবেহ করতে চিত করে শুয়ানো হয়েছে ইসমাইলকে ৷ খুব সল্প মূল্যে বিক্রয় করা হয়েছে ইউসুফকে, কারাগারে কারাগারে কাটাইতে হয়েছে জীবনের দীর্ঘ কয়েকটি বছর ৷ করাৎ দিয়ে দ্বি-খন্ডিত করা হয়েছে জাকারিয়াকে ৷ জবেহ করা হয়েছে সাইয়্যেদ ইয়াহিয়াকে ৷ দুঃখ-দুর্দশা ভোগ করেছেন অাইয়ুব ৷ অনেক অনেক বেশি ক্রন্দন করেছেন দাউদ ৷ বন্য প্রাণীর ন্যায় জীবন যাপন করেছেন ঈসা (অালাইহিমুস সালাতু অস সালাম) ৷ নানা ধরনের কষ্ট সহ্য করেছেন মোহাম্মাদ (সাঃ) ; অার তুমি খেল তামাশায় মত্ত ৷
- ইবনে কাইয়্যুম (রহঃ)
- ইবনে কাইয়্যুম (রহঃ)
Comment