নরম হাতে কলমটাতে ভরলে কালি এই বেলাতে,
ব্লগের ঘাটে, বইয়ের মাঠে আস্তিকতার ফল ফলাতে।
করলো আবাদ আরিফ আজাদ, সঙ্গে এলো একশ চাষা,
কীবোর্ড তোড়ে, কলমঝড়ে, নাস্তিকতার সর্বনাশা।
আরজ আলীর, দূর্গা-কালির মূর্তি ভাঙে হুড়মুড়িয়ে,
হাঁকিয়ে গাড়ি মিশনারি যায় পালিয়ে পড়মরিয়ে।
ধন্য ধন্য এঁদের জন্য করল জনগণ নিখিলে,
বাহবা দিলো, বেরিয়ে এলো জয়ধ্বনি দেয়ার মিছিলে।
কিন্তু ভোরের আলোর আগে
ঘুমে যখন কেউ না জাগে,
তখন পুরো খোলা চোখে
কাদামাটি শরীর মেখে
শক্ত হাতে পেশীর চাপে
ভোরের শীতে, দুপুর তাপে
চালিয়ে দিয়ে এই চাপাতি
শাতিম খুনে রঞ্জে মাটি
ফসল ক্ষেতে সেচ দিলো যে,
ধন্যবাদও না নিলো যে,
তার কথা হায় কেউ বলে না,
তাদের তরে মন গলে না,
গাইরতে আগুন জ্বলে না!
আল্লাহ আছো সাক্ষী তুমি,
ভাইগুলোকে আরশ-কাছে,
জান্নাতেতে দিও ভূমি,
জান্নাতেতে দিও ভূমি।
ব্লগের ঘাটে, বইয়ের মাঠে আস্তিকতার ফল ফলাতে।
করলো আবাদ আরিফ আজাদ, সঙ্গে এলো একশ চাষা,
কীবোর্ড তোড়ে, কলমঝড়ে, নাস্তিকতার সর্বনাশা।
আরজ আলীর, দূর্গা-কালির মূর্তি ভাঙে হুড়মুড়িয়ে,
হাঁকিয়ে গাড়ি মিশনারি যায় পালিয়ে পড়মরিয়ে।
ধন্য ধন্য এঁদের জন্য করল জনগণ নিখিলে,
বাহবা দিলো, বেরিয়ে এলো জয়ধ্বনি দেয়ার মিছিলে।
কিন্তু ভোরের আলোর আগে
ঘুমে যখন কেউ না জাগে,
তখন পুরো খোলা চোখে
কাদামাটি শরীর মেখে
শক্ত হাতে পেশীর চাপে
ভোরের শীতে, দুপুর তাপে
চালিয়ে দিয়ে এই চাপাতি
শাতিম খুনে রঞ্জে মাটি
ফসল ক্ষেতে সেচ দিলো যে,
ধন্যবাদও না নিলো যে,
তার কথা হায় কেউ বলে না,
তাদের তরে মন গলে না,
গাইরতে আগুন জ্বলে না!
আল্লাহ আছো সাক্ষী তুমি,
ভাইগুলোকে আরশ-কাছে,
জান্নাতেতে দিও ভূমি,
জান্নাতেতে দিও ভূমি।
Comment