السلام عليكم و رحمة الله
ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি নতুন ফোরামে এসেছি সত্য প্রকাশ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ । আজকে আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি আশা করি সবাই পড়বেন ও মন্তব্য করবেন, ইনশাআল্লাহ্* হাদিসটি হল , সুসংবাদাতা ও সতর্ককারীরুপে প্রেরিত রসুলুল্লাহ সাঃ বলেছেন, مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ اِلَّا الْقَبْرُ اَفْظَعُ مِنْهُ
অর্থাৎ আমি কবরের চেয়ে অধিক ভীতিকর স্থান আর কখনো দেখিনি (তিরমিযি) ভাইয়েরা কবরের চেয়ে ভয়ানক জায়গা আর নেই তাই আমাদের উচিত পকালের জন্য কিছু সঞ্চয় করা আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন আমিন ।আরেকটি হাদিসে রসুলুল্লাহ সাঃ ঐ দুঃখ ভারাক্রান্ত হয়ে কবরের পার্শ্বে বসে অশ্রুসজল হয়ে গেলেন এমন কি তার চোখের পানিতে কবরের মাটি শিক্ত হল আর তিনি তার সাহাবীগনকে সম্বোধ্ন করে বললেন -
ياَ اِخْوَنِيْ لِمِثْلِ هَذِا فَاعَدُوْا
অর্থাৎ হে আমার ভাইয়েরা ! এমন পরিণতি বরনে প্রস্তুতি গ্রহণ কর । (ইবনু মাজাহ)সত্য প্রকাশে আমরা নির্ভিক হব আল্লাহ তায়ালা ছাড়া কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ্*
Comment