হজরত আবু হুরায়রা রা. রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন - 'জাহান্নামী দুটি দলকে আমি দেখিনি। (অর্থাৎ আমার ইন্তেকালের পর তৈরি হবে) একটি দল হলো - যাদের হাতে ষারের লেজসদৃশ চাবুক থাকবে। তারা সেই চাবুক দিয়ে লোকদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। দ্বিতীয় দল হলো - ঐ সকল নারী, যারা পোশাক পরিধান করলেও (পোশাক অত্যন্ত পাতলা হওয়ায় বা সতর ঢাকার জন্য না হওয়ায়) মূলত বিবস্ত থাকবে ; (দেহের সৌন্দর্য ও পোশাকের শোভার মাধ্যমে মানুষেকে নিজেদের প্রতি) আকৃষ্ট করবে ;( এবং নিজেরাও পুরুষদের সঙ্গে মেলামেশার প্রতি) আকৃষ্ট হবে ;তাদের মাথা (ফ্যাশনের কারনে) বখতি উটের কুঁজের মতো হবে। এ সকল নারী জান্নাতেও প্রবেশ করবে না, জান্নাতের খুশবুও পাবে না। অথচ জান্নাতের খুশবু দূর-দূরান্ত থেকে পাওয়া যায়। '
(সহীহ মুসলিম :২/২০৫)
(সহীহ মুসলিম :২/২০৫)
Comment