হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সা. ইরশাদ করেছেন -
যখন তোমাদের শাসন নেককার ও মনোনীত হবে, তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল ও বৃহৎ হৃদয়ের অধিকারী হবে এবং তোমাদের লেনদেন হবে পরস্পর পরামর্শের মাধ্যমে, তখন তোমাদের জামিনের উপরিভাগ নিচেরভাগ থেকে উওম। (অর্থাৎ মৃত্যুর চেয়ে বেঁচে থাকা উওম) আর যখন তোমাদের শাসক মন্দ হবে, সম্পদশালীরা কৃপন হবে এবং তোমাদের লেনদেন নাগরিকদের হাতে সোপর্দ হবে (অর্থাৎ স্ত্রীরা যা ফয়সালা করবে, স্বামীরা অনুগত ভৃত্যোর মতো তা সম্পাদান করবে) তখন তোমাদের জন্য জামিনের উপরিভাগ থেকে নিচেরভাগ উওম হবে। '(অর্থাৎ এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো)
[ জামে তিরমিযী: ২/৫১]
যখন তোমাদের শাসন নেককার ও মনোনীত হবে, তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল ও বৃহৎ হৃদয়ের অধিকারী হবে এবং তোমাদের লেনদেন হবে পরস্পর পরামর্শের মাধ্যমে, তখন তোমাদের জামিনের উপরিভাগ নিচেরভাগ থেকে উওম। (অর্থাৎ মৃত্যুর চেয়ে বেঁচে থাকা উওম) আর যখন তোমাদের শাসক মন্দ হবে, সম্পদশালীরা কৃপন হবে এবং তোমাদের লেনদেন নাগরিকদের হাতে সোপর্দ হবে (অর্থাৎ স্ত্রীরা যা ফয়সালা করবে, স্বামীরা অনুগত ভৃত্যোর মতো তা সম্পাদান করবে) তখন তোমাদের জন্য জামিনের উপরিভাগ থেকে নিচেরভাগ উওম হবে। '(অর্থাৎ এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো)
[ জামে তিরমিযী: ২/৫১]
Comment