বিসমিল্লাহির রহমানির রাহীম।
ইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম দু'টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন,"এদের শাস্তি দেওয়া হচ্ছে। বড় কোনও কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়, বরং এদের একজন কুৎসা রটাত, আর আরেকজন প্রস্রাব থেকে নিজেকে আড়াল করতো না( বা সুরক্ষিত রাখত না) এরপর তিনি খেজুর গাছের তাজা ডাল আনার নির্দেশ দেন। ( ডাল আনা হলে) তিনি সেটিকে দু'টুকরো করে প্রত্যেক কবরে একটি করে ডাল গুজে দিয়ে বললেন, "হতে পারে,এগুলো না শুকানো পর্যন্ত তাদের শাস্তি লাঘব করে দেওয়া হবে।
বুখারী ( ১৩৬১,মুসলিম ২৯২,।)
ইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম দু'টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন,"এদের শাস্তি দেওয়া হচ্ছে। বড় কোনও কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়, বরং এদের একজন কুৎসা রটাত, আর আরেকজন প্রস্রাব থেকে নিজেকে আড়াল করতো না( বা সুরক্ষিত রাখত না) এরপর তিনি খেজুর গাছের তাজা ডাল আনার নির্দেশ দেন। ( ডাল আনা হলে) তিনি সেটিকে দু'টুকরো করে প্রত্যেক কবরে একটি করে ডাল গুজে দিয়ে বললেন, "হতে পারে,এগুলো না শুকানো পর্যন্ত তাদের শাস্তি লাঘব করে দেওয়া হবে।
বুখারী ( ১৩৬১,মুসলিম ২৯২,।)
Comment