সকল প্রশংসা আল্লাহর জন্য।
নামায গুনাহের কাফফারা
হযরত আ’লী (রাঃ) বলেন, আমরা রাসুল (সাঃ) এর সহিত মাসজিদে নামাযের জন্য অপেক্ষা করিতে ছিলাম এমন সময় একব্যক্তি দাঁড়াইয়া বলিল, আমি একটি গুনাহ করিয়া ফেলিয়াছি। রাসুল (সাঃ) মুখ ফিরাইয়া নিলেন। তারপর যখন নামায শেষ করিলেন, সেই ব্যক্তি দাঁড়াইয়া আবার সেই কথা বলিল। রাসুল (সাঃ) বলিলেন, তুমি কি আমাদের সহিত এই নামায পড় নাই এবং ভাল করিয়া অযু কর নাই? সে বলিল অবশ্যই। বলিলেন, এই নামায তোমার গুনাহের জন্য কাফফারা হইয়া গিয়াছে। (তাবারানী)
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৩৯২-৩৯৩
~~~***~~~
নামায গুনাহের কাফফারা
হযরত আ’লী (রাঃ) বলেন, আমরা রাসুল (সাঃ) এর সহিত মাসজিদে নামাযের জন্য অপেক্ষা করিতে ছিলাম এমন সময় একব্যক্তি দাঁড়াইয়া বলিল, আমি একটি গুনাহ করিয়া ফেলিয়াছি। রাসুল (সাঃ) মুখ ফিরাইয়া নিলেন। তারপর যখন নামায শেষ করিলেন, সেই ব্যক্তি দাঁড়াইয়া আবার সেই কথা বলিল। রাসুল (সাঃ) বলিলেন, তুমি কি আমাদের সহিত এই নামায পড় নাই এবং ভাল করিয়া অযু কর নাই? সে বলিল অবশ্যই। বলিলেন, এই নামায তোমার গুনাহের জন্য কাফফারা হইয়া গিয়াছে। (তাবারানী)
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৩৯২-৩৯৩
~~~***~~~
Comment