হারিয়ে যাওয়া সুন্নাহ: পর্ব ৪
পান করার সময় পাত্রের বাইরে নিশ্বাস ছাড়া এবং তিনবারে পান করা
আব্দুল্লাহ বিন কাতাদা তাঁর পিতা থেকে বর্ণনা করেন,তিনি বলেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
তোমাদের কেউ যখন পান করে,তখন যেন পাত্রের ভেতর নিশ্বাস না ফেলে ৷
আর যখন টয়লেটে যায়,তখন যেন ডান হাত দ্বারা নিজের লজ্জাস্থান স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা ইসতিনজা না করে ৷
সহীহুল বুখারিঃ১৫৩
আনাস রা থেকে বর্ণিত,তিনি বলেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস গ্রহণ করতেন এবং (এ সম্পর্কে) বলতেন,এতে উত্তমরূপে তৃপ্তি লাভ হয়,পিপাসার ক্লেশ দ্রুত দূর হয় এবং অতি সহজে গলাধঃকরণ হয় ৷
আনাস রা বলেন,পান করার সময় আমিও তিনবার শ্বাস গ্রহণ করে থাকি ৷
সহীহু মুসলিম:২০২৯
পান করার সময় পাত্রের বাইরে নিশ্বাস ছাড়া এবং তিনবারে পান করা
আব্দুল্লাহ বিন কাতাদা তাঁর পিতা থেকে বর্ণনা করেন,তিনি বলেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
তোমাদের কেউ যখন পান করে,তখন যেন পাত্রের ভেতর নিশ্বাস না ফেলে ৷
আর যখন টয়লেটে যায়,তখন যেন ডান হাত দ্বারা নিজের লজ্জাস্থান স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা ইসতিনজা না করে ৷
সহীহুল বুখারিঃ১৫৩
আনাস রা থেকে বর্ণিত,তিনি বলেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস গ্রহণ করতেন এবং (এ সম্পর্কে) বলতেন,এতে উত্তমরূপে তৃপ্তি লাভ হয়,পিপাসার ক্লেশ দ্রুত দূর হয় এবং অতি সহজে গলাধঃকরণ হয় ৷
আনাস রা বলেন,পান করার সময় আমিও তিনবার শ্বাস গ্রহণ করে থাকি ৷
সহীহু মুসলিম:২০২৯
Comment