عن زيد بن اسمل عن ابيه ان رسول الله صلي الله عليه وسلم قال لا يزال الجهاد حلوا خضرا ما قطر القطر من السماء وسيأتي علي الناس زمان يقول فيه قراء منهم ليس هذا بزمان جهاد فمن ادرك ذلك الزمان فنعم زمان الجهاد فقالوا يا رسول الله او احد يقول ذلك قال نعم من لعنه الله والملائكة والناس اجمعون. (مشارع الاشواق الي مصارع العشاق (في الجهاد وفضائله) لابن النحاس الدمشقي المتوفي : 814 في الباب الاول , رقم الحديث :40
وقد اخرج ابن عساكر في تاريخه (الحديث : 5155) عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال لا يزال الجهاد حلوا خضرا ما امطرت السماء وأنبتت الأرض وسينشو نشو من قبل المشرق يقولون لا جهاد ولا رباط أولئك هم وقود النار بل رباط يوم في سبيل الله خير من عتق ألف رقبة ومن صدقة أهل الأرض جميعا)
ভাই, হাদিসটি দুই কিতাবে পাওয়া যায়, এক, ইবনে আসাকিরের তারিখে দিমাশকে, হাদিস নং ৫১৫৫ দুই, ইবনুন নাহহাসের মাশারিউল আশওয়াক কিতাবে হাদিস নং ৪০
যেহেতু হাদিসটি এই দুটি কিতাব ব্যতীত অন্য কোথাও পাইনি তাই হাদিসটি যয়ীফ বলেই বিবেচিত হবে। কেননা এরা পঞ্চম শতাব্দী বা তার পরের মানুষ আর মুহাদ্দিসগণ বলেছেন, যে হাদিসগুলো আসরে রেওয়ায়েত তথা চতুর্থ শতাব্দীর আগের কিতাবাদীতে পাওয়া যায় না সেগুলো যয়ীফ।
হাদিসের তরজমা,
যায়েদ বিন আসমাল রাযি. তার পিতা থেকে বর্ণণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লাম বলেনঃ জিহাদ সবুজ-শ্যামল থাকবে (অর্থাৎ পুরোদমে জারী থাকবে)যতদিন পরযন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। অচিরেই মানুষের উপর এমন যমানা আসবে যখন তাদের আলেমরা বলবে, এখন জিহাদ করা যাবে না। যে ব্যক্তি সেই যমানা পাবে (সে যেন অবশ্যই জিহাদ করে কেননা ) তা জিহাদের অতি উত্তম সময় হবে।সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, এমন কথাও কেউ বলবে?রাসূল সাল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লাম বললেনঃ হা, যাকে আল্লাহ তায়ালা, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিষাপ দিবে।
وقد اخرج ابن عساكر في تاريخه (الحديث : 5155) عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال لا يزال الجهاد حلوا خضرا ما امطرت السماء وأنبتت الأرض وسينشو نشو من قبل المشرق يقولون لا جهاد ولا رباط أولئك هم وقود النار بل رباط يوم في سبيل الله خير من عتق ألف رقبة ومن صدقة أهل الأرض جميعا)
ভাই, হাদিসটি দুই কিতাবে পাওয়া যায়, এক, ইবনে আসাকিরের তারিখে দিমাশকে, হাদিস নং ৫১৫৫ দুই, ইবনুন নাহহাসের মাশারিউল আশওয়াক কিতাবে হাদিস নং ৪০
যেহেতু হাদিসটি এই দুটি কিতাব ব্যতীত অন্য কোথাও পাইনি তাই হাদিসটি যয়ীফ বলেই বিবেচিত হবে। কেননা এরা পঞ্চম শতাব্দী বা তার পরের মানুষ আর মুহাদ্দিসগণ বলেছেন, যে হাদিসগুলো আসরে রেওয়ায়েত তথা চতুর্থ শতাব্দীর আগের কিতাবাদীতে পাওয়া যায় না সেগুলো যয়ীফ।
হাদিসের তরজমা,
যায়েদ বিন আসমাল রাযি. তার পিতা থেকে বর্ণণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লাম বলেনঃ জিহাদ সবুজ-শ্যামল থাকবে (অর্থাৎ পুরোদমে জারী থাকবে)যতদিন পরযন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। অচিরেই মানুষের উপর এমন যমানা আসবে যখন তাদের আলেমরা বলবে, এখন জিহাদ করা যাবে না। যে ব্যক্তি সেই যমানা পাবে (সে যেন অবশ্যই জিহাদ করে কেননা ) তা জিহাদের অতি উত্তম সময় হবে।সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, এমন কথাও কেউ বলবে?রাসূল সাল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লাম বললেনঃ হা, যাকে আল্লাহ তায়ালা, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিষাপ দিবে।
Comment