হারেস আল আশআ'রী (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি , আল্লাহ আমাকে ঐগুলোর নির্দেশ দিয়েছেন । (সে কাজ গুলো হচ্ছে)
ক) আল জামা-'আহ (সংগঠন/ঐক্য) - একজন আমীরের অধীনে ঐক্যবদ্ধ হওয়া।
খ) আস্ সামউ' - আমীরের নির্দেশ শ্রবণ করা।
গ) আত ত্ব-আহ - আমীরের নির্দেশ পালন করা ।
ঘ) আল হিজরাহ - হিজরত করা।
ঙ) আল জিহাদ - আল্লাহর রাস্তায় যুদ্ধ করা।
ক) আল জামা-'আহ (সংগঠন/ঐক্য) - একজন আমীরের অধীনে ঐক্যবদ্ধ হওয়া।
খ) আস্ সামউ' - আমীরের নির্দেশ শ্রবণ করা।
গ) আত ত্ব-আহ - আমীরের নির্দেশ পালন করা ।
ঘ) আল হিজরাহ - হিজরত করা।
ঙ) আল জিহাদ - আল্লাহর রাস্তায় যুদ্ধ করা।
রেফারেন্সঃ তীরমিযি ২৮৬৩ আলবানী (রঃ) এটাকে সহীহ বলেছেন ; মুসনাদে আহমদ ১৭২০৯ ; জামেউল আহাদীস ৪৪; সহীহ ইবনে হিব্বান ৬২৩৩ ; সহীহ ইবনে খুযাইমা ১৮৯৫ ; মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৫১৪১ , তাহকীকঃ মুসনাদে আহমদ , সহীহ ইবনে খুযাইমা ও সহীহ ইবনে হিব্বান হাদিসটিকে সহীহ বলেছেন।
Comment