Announcement

Collapse
No announcement yet.

জরুরি ভিত্তিতে একটি হাদিসের দলিল চেয়ে আবেদন।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জরুরি ভিত্তিতে একটি হাদিসের দলিল চেয়ে আবেদন।

    আসসালামুওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।

    শায়েখ আনওয়ার আল আওলাকি (রহ)-এর একটি লেকচার বাংলায় অনুবাদ হয়ে কিতাব আকারে প্রকাশ করা হয়েছে, যার নাম “আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন”। এই কিতাবের শেষ পৃষ্ঠায় তিনি রসূলুল্লাহ (সা)-এর একটি হাদিস উল্লেখ করেছেন। উক্ত অংশটি নিচে দেওয়া হল:-

    ““মানবতার ইতিহাসে ইসলামী রাষ্ট্র ব্যতিক্রমধর্মী। কেবল ইসলামী রাষ্ট্র তার জনগণের উপর কর আরোপ করে না। কিন্তু কেন? কারণ ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস হচ্ছে জিযিয়া, খারাজ, গণীমতের মাল এবং ফাঈ [যুদ্ধ ছাড়া কাফিরদের কাছ থেকে যা অর্জিত হয়- যেমন মুসলিমদের ভয়ে কাফিররা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রেখে পালাল, কিংবা তারা যুদ্ধ ব্যতীত আত্মসমর্পণ করল অথবা তারা জিযিয়া প্রদান করল, ইত্যাদি। ফাঈ-এর বন্টন ইমামের নির্দেশানুযায়ী হবে।], সে কারণে ইসলামী রাষ্ট্রকে জনগণের উপর কোন কর আরোপ করতে হয় না। কিন্তু বর্তমানে মুসলিম উম্মাহ্ জিহাদ ফী সাবীলিল্লাহ্ ত্যাগ করায় মুসলিম জনগণের উপর কর আরোপিত হচ্ছে।
    রাসূল (সা) বলেন, “কর হারাম এবং যে ব্যক্তি করের সাথে সংশ্লিষ্ট কোন কাজে বা পেশায় নিয়োজিত হবে সে অভিশপ্ত।”
    অতএব, সমাধান আসলে দুর্বোধ্য জটিল গূঢ় তত্ত্ব বা অসম্ভব কিছু নয় বরং সহজ সরল। মানুষের উচিত আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠা এবং এই একটি হাদীসের অর্থ অনুধাবন করে তদানুযায়ী আমল করা।””


    উক্ত হাদিসটির কোনো প্রকার সনদ বা দলিল কিতাবে উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে, সঠিক দলিল চেয়ে আলিম ভাইদের সাহায্য কামণা করছি। জাযাকাল্লাহ খাইরান।


  • #2
    আমি কর সমন্ধে দুইটি হাদীস জানি ১) لا يدخل الجنة صاحب مكس ২) لقد تابت توبة لو تابها صاحب مكس لغفر له
    পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

    Comment

    Working...
    X