★আপনি কি লাঞ্ছনা ও অপমাননা হতে মুক্তি পেতে ইচ্ছুক? ★
প্রশ্নঃ- আপনি কি লাঞ্ছনা ও অপমাননা হতে মুক্তি পেতে ইচ্ছুক?
উত্তরঃ- হ্যাঁ! তাহলে উক্ত কাজগুলো নিজে করুন ও অপরকে তাতে উৎসাহিত করুন।
আর তাহল এই
★৫টি গুণ মানুষকে লাঞ্ছনা অপমাননা হতে রক্ষা করে।★
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার জীবন সম্পর্কে শংকাবোধ করছি।
খাদীজা রাঃ তাকে বললেন, কক্ষনো না।
আপনি সুসংবাদ গ্রহণ করুন।
আল্লাহর কসম!
আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না।
কেননা,
১) আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন।
২) সত্যকথা বলেন,
৩) অনাথ অক্ষমদের বোঝা বহন করেন।
৪) মেহমানদেরকে মেহমানদারী করেন ।
৫) এবং হকের পথে আগত ব্যক্তিদের সহায়তা করেন।
{বুখারী, হাদীস নং-৬৯৮২}
وَقَالَ قَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ لَهُ كَلَّا أَبْشِرْ فَوَاللَّهِ لَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَصْدُقُ الْحَدِيثَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ
{বুখারী, হাদীস নং-৬৯৮২}
গণতন্ত্রপন্থী তাগুতরা যদি রাসূলের আদর্শ গ্রহণ করত ,
তাহলে নিজেরা লাঞ্ছনা ও অপমাননা হতে মুক্তি পেত।
আর দেশ ও জাতি ধ্বংস হতে রক্ষা পেত।
এ গণতন্ত্রপন্থী তাগুতরা নিজেরা ধ্বংসের দিকে আগাচ্ছে , জাতিকে ও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
হে আল্লাহ! এ তাগুতদের ভাগ্য হেদায়েত থাকলে হেদায়েত দান কর। যদি ভাগ্য হেদায়েত না থাকে তাদের ধ্বংস করে দাও।
প্রশ্নঃ- শুধু বদদোআ কি ধ্বংস হতে বাঁচার জন্য যথেষ্ঠ ?
উত্তরঃ- না। বরং আল্লাহর কথা মানতে হবে,
আল্লাহ তাআলা বলেন 9:14
قَاتِلُوۡہُمۡ یُعَذِّبۡہُمُ اللّٰہُ بِاَیۡدِیۡکُمۡ وَ یُخۡزِہِمۡ وَ یَنۡصُرۡکُمۡ عَلَیۡہِمۡ وَ یَشۡفِ صُدُوۡرَ قَوۡمٍ مُّؤۡمِنِیۡنَ ﴿ۙ۱۴
﴾ তোমরা তাদের সাথে লড়াই কর, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে আযাব দেবেন এবং তাদেরকে অপদস্থ করবেন, আর তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন এবং মুমিন কওমের অন্তরসমূহকে চিন্তামুক্ত করবেন।
বিঃদ্রঃ-
দ্বীন রক্ষা ও দেশ রক্ষা করতে চাইলে যে যেখানে আছেন ঐস্থান থেকেই তাগুত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জাপিয়ে পড়ুন,
তাহলে দ্বীন রক্ষা পাবে , দেশ ও বাঁচবে । আর নিজেরা ও ধ্বংস থেকে নিশ্চিত বাচবেন।
তা নাহলে এগুলো (ধ্বংস) স্বচখে দেখার জন্য অপেক্ষা করুন।
আমীন।
Comment