আজ এমন একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি যে, বিষয়গুলো আমাদের সমাজে শুধু রয়েছে এমন নয় বরং তা খুবই ব্যাপক।আর এই বিষয়গুলো আমাদের দ্বারা ব্যাপকহারে সংগঠিত হওয়ার কারণে এই কাজ করলে যে বিপদাপদ আসার কথা এই হাদিসে বলা হয়েছে তাও আমাদের মাঝে অত্যন্ত ব্যাপক আকারে রয়েছে।
রাসুল ﷺ ইরশাদ করেন,
لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطّ، حَتّى يُعْلِنُوا بِهَا، إِلّا فَشَا فِيهِمُ الطّاعُونُ، وَالْأَوْجَاعُ الّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمُ الّذِينَ مَضَوْا، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السّلْطَانِ عَلَيْهِمْ، وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ، إِلّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا، وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللهِ، وَعَهْدَ رَسُولِهِ، إِلّا سَلّطَ اللهُ عَلَيْهِمْ عَدُوّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمّتُهُمْ بِكِتَابِ اللهِ، وَيَتَخَيّرُوا مِمّا أَنْزَلَ اللهُ، إِلّا جَعَلَ اللهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ. -سنن ابن ماجه، رقم: 4019؛ ط. الرسالة، ت: شعيب الأرنؤوط، قال الشيخ الأرنؤوط رحمه الله تعالى: حسن لغيره. اهـ
“(১) যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে; এমনকি তারা সেগুলো প্রচার করতে থাকবে, তখন তাদের মধ্যে ‘তাউন’ (প্লেগ) মহামারি আকারে দেখা দেবে এবং এমন সব ব্যাধি ও কষ্ট ছড়িয়ে পড়বে, যা আগের মানুষদের মাঝে দেখা যায়নি।
(২) যখন কোনো সম্প্রদায় ওজন ও মাপে কম দেবে, তখন তাদের ওপর নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন সঙ্কীর্ণতা ও শাসকের জুলুম-অত্যাচার।
(৩) যখন কোনো কওম তাদের সম্পদের যাকাত আদায় করবে না, তখন তাদের প্রতি আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। যদি জন্তু-জানোয়ার না থাকত, তাহলে আর বৃষ্টিপাত হতো না!
(৪) যখন কোনো জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাদের ওপর কোনো বহিঃশত্রু চাপিয়ে দেবেন, তারা তাদের সহায়-সম্পদ ছিনিয়ে নেবে।
(৫) যখন কোনো সম্প্রদায়ের শাসকবর্গ আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানসমূহের কিছু গ্রহণ করবে আর কিছু ত্যাগ করবে, আল্লাহ তাদেরকে পরস্পর যুদ্ধ-বিগ্রহ ও বিবাদে জড়িয়ে দেবেন।” -সুনানে ইবনে মাজাহ : ৪০১৯, হাদিসটি হাসান লি-গাইরিহি
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ও দ্বীনের পথে হক্বের উপর অটল অবিচল থাকার এবং শহিদি মৃত্যুর মাধ্যমে দুনিয়াকে বিদায় জানানোর তাওফীক দান করুন। আমীন।
রাসুল ﷺ ইরশাদ করেন,
لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطّ، حَتّى يُعْلِنُوا بِهَا، إِلّا فَشَا فِيهِمُ الطّاعُونُ، وَالْأَوْجَاعُ الّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمُ الّذِينَ مَضَوْا، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السّلْطَانِ عَلَيْهِمْ، وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ، إِلّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا، وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللهِ، وَعَهْدَ رَسُولِهِ، إِلّا سَلّطَ اللهُ عَلَيْهِمْ عَدُوّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمّتُهُمْ بِكِتَابِ اللهِ، وَيَتَخَيّرُوا مِمّا أَنْزَلَ اللهُ، إِلّا جَعَلَ اللهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ. -سنن ابن ماجه، رقم: 4019؛ ط. الرسالة، ت: شعيب الأرنؤوط، قال الشيخ الأرنؤوط رحمه الله تعالى: حسن لغيره. اهـ
“(১) যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে; এমনকি তারা সেগুলো প্রচার করতে থাকবে, তখন তাদের মধ্যে ‘তাউন’ (প্লেগ) মহামারি আকারে দেখা দেবে এবং এমন সব ব্যাধি ও কষ্ট ছড়িয়ে পড়বে, যা আগের মানুষদের মাঝে দেখা যায়নি।
(২) যখন কোনো সম্প্রদায় ওজন ও মাপে কম দেবে, তখন তাদের ওপর নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন সঙ্কীর্ণতা ও শাসকের জুলুম-অত্যাচার।
(৩) যখন কোনো কওম তাদের সম্পদের যাকাত আদায় করবে না, তখন তাদের প্রতি আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। যদি জন্তু-জানোয়ার না থাকত, তাহলে আর বৃষ্টিপাত হতো না!
(৪) যখন কোনো জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাদের ওপর কোনো বহিঃশত্রু চাপিয়ে দেবেন, তারা তাদের সহায়-সম্পদ ছিনিয়ে নেবে।
(৫) যখন কোনো সম্প্রদায়ের শাসকবর্গ আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানসমূহের কিছু গ্রহণ করবে আর কিছু ত্যাগ করবে, আল্লাহ তাদেরকে পরস্পর যুদ্ধ-বিগ্রহ ও বিবাদে জড়িয়ে দেবেন।” -সুনানে ইবনে মাজাহ : ৪০১৯, হাদিসটি হাসান লি-গাইরিহি
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ও দ্বীনের পথে হক্বের উপর অটল অবিচল থাকার এবং শহিদি মৃত্যুর মাধ্যমে দুনিয়াকে বিদায় জানানোর তাওফীক দান করুন। আমীন।
Comment