Announcement

Collapse
No announcement yet.

বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ১ম পর্ব || ঈমান || পাঁচটি হাদিস

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ১ম পর্ব || ঈমান || পাঁচটি হাদিস





    ==>১

    عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ بُنِيَ الْإِسْلَامُ عَلى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَّا إِلهَ اِلَّا اللّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ رَسُوْلُهٗ وَإِقَامِ الصَّلَاة وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. مُتَّفَقٌ عَلَيْهِ

    ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্* ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বান্দা ও রসূল, সলাত ক্বায়িম করা, যাকাত আদায় করা, হাজ্জ পালন করা এবং রমাযান মাসের সিয়াম পালন করা। [১]
    হাদিসের মান: সহিহ।

    ==>২

    وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتّى يَشْهَدُوا أَنْ لَّا إِلهَ اِلَّا اللّهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ذلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ اِلَّا بِحَقِّ الْإِسْلَامِ وَحِسَابُهُمْ عَلَى اللهِ. مُتَّفَقٌ عَلَيْهِ. اِلَّا أَنَّ مُسْلِمًا لَمْ يَذْكُرْ : اِلَّا بِحَقِّ الإِسْلَام

    ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর পক্ষ হতে আমাকে হুকুম দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত লোকেরা এ কথা স্বীকার করে সাক্ষ্য না দিবে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বূদ নেই, আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর প্রেরিত রসূল এবং সলাত আদায় করবে ও যাকাত আদায় করবে– ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার। যখন তারা এরূপ কাজ করবে আমার পক্ষ হতে তাদের জান ও মাল নিরাপদ থাকবে। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কেউ যদি কোন দন্ড পাওয়ার উপযোগী কোন অপরাধ করে, তবে সে দন্ড তার উপর কার্যকর হবে। তারপর তার অদৃশ্য বিষয়ের (অন্তর সম্পর্কে) হিসাব ও বিচার আল্লাহর উপর ন্যস্ত। [২]
    তবে সহীহ মুসলিমে “কিন্তু ইসলামের বিধান অনুযায়ী” বাক্যটি উল্লেখ করেননি।
    হাদিসের মান: সহিহ।

    ==>৩

    وَعَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى أَكُوْنَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِه وَوَلَدِه وَالنَّاسِ أَجْمَعِيْنَ. مُتَّفَقٌ عَلَيْهِ

    আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ (প্রকৃত) মু’মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই। [৩]
    হাদিসের মান: সহিহ হাদিস।

    ==>৪

    وَعَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ ذَاقَ طَعْمَ الْإِيْمَانِ مَنْ رَضِيَ بِاللهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِيْنًا وَبِمُحَمَّدٍ رَسُوْلًا. رَوَاهُ مُسْلِمٌ

    ‘আব্বাস ইবনু ‘আবদুল মুত্ত্বালিব (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, সে-ই ঈমানের স্বাদ পেয়েছে। [৪]
    হাদিসের মান: সহিহ।

    ==>৫

    وَعَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللهِ الثَّقَفِيِّ قَالَ : قُلْتُ يَا رَسُولَ اللهِ قُلْ لِيْ فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ وَفِي رِوَايَةٍ غَيْرَكَ قَالَ :قُلْ اۤمَنْتُ بِاللهِ ثُمَّ اسْتَقِمْ. رَوَاهُ مُسْلِمٌ

    সুফ্ইয়ান ইবনু ‘আবদুল্লাহ আস্ সাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, আমি আরয করলাম, হে আল্লাহর রসূল! আপনি আমাকে ইসলামের এমন একটি চূড়ান্ত কথা বলে দিন, যে সম্পর্কে আপনার পরে– অপর এক বর্ণনায় আছে, ‘আপনি ছাড়া’ আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আমি আল্লাহর উপর ঈমান এনেছি’- তুমি এ কথা বল এবং এ ঘোষণায় দৃঢ় থাক। [৫]
    হাদিসের মান: সহিহ।

    বিঃদ্রঃ এখানে প্রথম দুইটি হাদিস শরিফ খুবই প্রসিদ্ধ হওয়ায় উল্লেখ করা হয়েছে। নতুবা অবয়বে ছোট হাদিস শরিফগুলোই প্রাধান্য পাবে এবং তা মুখস্থের জন্য অনেক সহায়ক ইনশাআল্লাহ।

    --------------------

    [১] সহীহ: বুখারী ৮, মুসলিম ১৬, তিরমিযী ২৬০৯, নাসায়ী ৫০০১, আহমাদ ৬০১৫, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৮৮০; শব্দ মুসলিমের।
    মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৪।

    [২] সহীহ : বুখারী ২৫, মুসলিম ২২, সহীহ ইবনু হিব্বান ১৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫১৪১; মুসলিমের শব্দ হলো اِلَّا بِحَقِّهَا।
    মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১২।

    [৩] সহীহ : বুখারী ১৫, মুসলিম ৪৪, ইবনু মাজাহ ৬৭, দারিম২২৭৮৩, আহমাদ ১২৮১৪; শব্দ বুখারীর।
    মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৭।

    [৪] সহীহ : মুসলিম ৩৪, তিরমিযী ২৬২৩, আহমাদ ১৭৭৮, সহীহ ইবনু হিব্বান ১৬৯৪, সহীহ আল জামি‘ ৩৪২৫।
    মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৯।

    [৫] সহীহ : মুসলিম ৬৪, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৫।
    ..................

    চলবে ইনশা আল্লাহ!
    _________________

    যাস্টপেস্ট লিংক




    আপনার নেক দোয়ায় ভাইদেরকে স্বরণ রাখুন!

    *****************


    Last edited by ইলম ও ইখলাস; 06-09-2021, 03:09 PM.

  • #2
    মাশাআল্লাহ! সুন্দর উদ্যোগ!

    অনেক সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন প্রিয় ভাই। আশা করি ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন..............ইনশাআল্লাহ
    আল্লাহ আপনার ইলমে ও আমলে বারাকাহ দান করুন। আমিন
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

    Comment


    • #3
      আলহামদুলিল্লাহ,, আল্লাহ আপনাদের কাজগুলো কবুল করুন, আমীন।
      [[[ ভাইজান, এ-র ধারাবাহিকতা আশাকরি। পাশাপাশি আশাকরি এ-ই সিরিজটি চলমান থাকবে। প্রতি পর্বের লিংক যেনো পরবর্তী পর্বে দেওয়া হয়। জিহাদের হাদিসগুলো, এবং ঈমান ও ত্বাকওয়ার হাদিসগুলো আগে আগে দেওয়া হোক।
      اللهم انی اسلک الهدی والتفی والعفافی والغناء

      Comment


      • #4
        Originally posted by forsan313 View Post
        আলহামদুলিল্লাহ,, আল্লাহ আপনাদের কাজগুলো কবুল করুন, আমীন।
        [[[ ভাইজান, এ-র ধারাবাহিকতা আশাকরি। পাশাপাশি আশাকরি এ-ই সিরিজটি চলমান থাকবে। প্রতি পর্বের লিংক যেনো পরবর্তী পর্বে দেওয়া হয়। জিহাদের হাদিসগুলো, এবং ঈমান ও ত্বাকওয়ার হাদিসগুলো আগে আগে দেওয়া হোক।
        জ্বী! আগামী পর্ব থেকে বিগত পর্বের লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ!
        তাকওয়া ইমানের গুরুত্বপূর্ণ অংশ। অতি সংক্ষিপ্ত সংকলনে তাকওয়া, ইখলাস, রিদ্বা বিল ক্বাদা ইত্যাদি বিষয়ক হাদিস আনা হয়নি। সামনে ৪০ হাদিস শরিফ সংকলনের পর থেকে যখন একশ হাদিস জমা করা হবে তখন ইনশাআল্লাহ একটি পর্বে একাধিক পরিচ্ছেদে বিভিন্ন হাদিস আসবে। এখন প্রথমিক হিসাবে বিষয়ভিত্তিক ৫টি হাদিসে সীমাবদ্ধ থাকছি ইনশা আল্লাহ।

        Comment


        • #5
          মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ
          ধারাবাহিকভাবে চলমান রাখবেন ভাই।
          ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

          Comment


          • #6
            ১০০টি হাদিস হলে পিডিএফ করে দেয়ার অনুরোধ।
            اللهم انی اسلک الهدی والتفی والعفافی والغناء

            Comment

            Working...
            X