আসুন প্রতিদিন একটি করে নবীজির(صلى الله عليه وسلم) হাদিস জানি!
মুহাম্মাদুর রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস অধ্যয়ন এর পূর্বে অল্প কিছু কথাঃ
(রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস অধ্যয়নের আদব,গুরুত্ব এবং ফজিলত এর ব্যাপারে বিস্তারিত আলিমদের নিকট থেকে জেনে নিয়েন ইংশাআল্লাহ। আমি সামান্য যা জানি তাই উল্লেখ করলাম।)
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস অধ্যয়নের সময় নিজের মনকে এইভাবে জাগরিত রাখতে হবে যে আমি রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর মজলিশে আছি।তাই রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর সম্মান এবং ভালোবাসা অধিক পরিমানে অন্তরে উপস্থিত রাখতে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর প্রতি দুরুদ এবং সালাম যথাযথ ভাবে পাঠ করতে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস পরিপূর্ণ শুনা এবং মানার নিয়ত পড়তে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস সাহাবায়ে কেরাম(রাদিয়াল্লাহু আনহুম) যেভাবে বুজেছেন এবং যেভাবে আমল করেছেন সেভাবেই আমাদের বুজতে হবে এবং সেভাবেই আমল করতে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস এর কোন কিছু আমাদের বুজে না আসলে হাকপন্থি আলিমদের নিকট জিজ্ঞাসা করতে হবে।
*একজন আলেম বলেছেন যে ইলম অর্জনের জন্য ২-টি বস্তু দরকার। তা হলঃ ১। আদব, ২। তলব।
*একটি ঘটনাঃ
"ইমাম আওযাই(রহিমাহুল্লাহ) খুব অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন।এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি আসলো। সে এসে তাঁর নিকট রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস শুনতে চাইল। ইমাম আওযাই(র) তখন উঠে বসে হাদিসটি বর্ণনা করলেন অতঃপর আবার শুয়ে পরলেন। তখন ওই লোক তাকে জিজ্ঞেস করল আপনি তো শুয়ে শুয়ে আমাকে হাদিসটি বলতে পারতেন। তিঁনি তখন জবাব দিলেন রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস আমি শুয়ে শুয়ে বর্ণনা করা সমীচীন মনে করি না।"
এরকম শত শত ঘটনা আছে আমদের পূর্বসূরিদের মাঝে। আমি শুধু উদাহরণস্বরূপ ১- টা ঘটনা উল্লেখ করলাম।
সুবাহানাল্লাহ! কত তাযীম-আদব ছিল তাঁদের!!
আল্লাহ্* আমাদের কে মাফ করুন এবং আমাদেরকে ও তাওফিক দান করুন।
নোট-১ঃআমি জেনারেল শিক্ষিত। তাই বেশীরভাগ সময় শুধু হাদিসের বাংলা অনুবাদ কপি-পোষ্ট করব। কোন আলিম ভাই চাইলে এই উদ্যোগ নিতে পারেন যে প্রতিদিন একটি হাদিস আরবি+অর্থ+ব্যাখ্যাসহ আমাদের জন্য পোষ্ট করতে পারেন। অথবা, অন্য কোন ভাই আরও সুন্দরভাবে এই উদ্যোগকে সাজিয়-গুছিয়ে দিতে পারেন।
নোট-২ঃআমি একা একা আমল না করে আপনাদের কে নিয়ে এই আমলটি করার ইচ্ছা হল।তাই এই উদ্যোগ নিলাম।আমার জন্য দুয়া করবেন।আজ যদি আমাদের সুযোগ থাকতো তবে তো আমরা সকল ভাই একসাথে বসে হালাকা করে কোন আলিম ভাই থেকে নিয়মিত হাদিসের দারস নিতাম। সেটা তো আমাদের হচ্ছে না তাই এই প্রচেষ্টা।আল্লাহ্* আমাদের কে কবুল করুন এবং মৃত্যু পর্যন্ত আমলটি করার তাওফিক দান করুন।
হাদিস নং-৩
উবাদাহ ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«اِضْمَنُوْا لِيْ سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْـجَنَّةَ: اُصْدُقُوْا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوْا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوْا الْأَمَانَةَ إِذَا ائْتُمِنْتُمْ، وَاحْفَظُوْا فُرُوْجَكُمْ، وَغُضُّوْا أَبْصَارَكُمْ، وَكُفُّوْا أَيْدِيَكُمْ»
“তোমরা নিজ থেকেই ছয়টি কাজের দায়িত্ব গ্রহণ করলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করবো। তোমরা কথা বললে সত্য বলবে। ওয়াদা করলে তা পুরা করবে। কেউ তোমাদের নিকট কোনো কিছু আমানত রাখলে তা যথাযথভাবে আদায় করবে। লজ্জাস্থানকে হিফাযত করবে। চোখকে নিম্নগামী করবে এবং হাতকে অসৎ কর্ম থেকে বিরত রাখবে”। (সহীহুত তারগীবী ওয়াত তারহীবী, হাদীস নং ১৯০১)
মুহাম্মাদুর রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস অধ্যয়ন এর পূর্বে অল্প কিছু কথাঃ
(রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস অধ্যয়নের আদব,গুরুত্ব এবং ফজিলত এর ব্যাপারে বিস্তারিত আলিমদের নিকট থেকে জেনে নিয়েন ইংশাআল্লাহ। আমি সামান্য যা জানি তাই উল্লেখ করলাম।)
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস অধ্যয়নের সময় নিজের মনকে এইভাবে জাগরিত রাখতে হবে যে আমি রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর মজলিশে আছি।তাই রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর সম্মান এবং ভালোবাসা অধিক পরিমানে অন্তরে উপস্থিত রাখতে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর প্রতি দুরুদ এবং সালাম যথাযথ ভাবে পাঠ করতে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস পরিপূর্ণ শুনা এবং মানার নিয়ত পড়তে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস সাহাবায়ে কেরাম(রাদিয়াল্লাহু আনহুম) যেভাবে বুজেছেন এবং যেভাবে আমল করেছেন সেভাবেই আমাদের বুজতে হবে এবং সেভাবেই আমল করতে হবে।
*রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস এর কোন কিছু আমাদের বুজে না আসলে হাকপন্থি আলিমদের নিকট জিজ্ঞাসা করতে হবে।
*একজন আলেম বলেছেন যে ইলম অর্জনের জন্য ২-টি বস্তু দরকার। তা হলঃ ১। আদব, ২। তলব।
*একটি ঘটনাঃ
"ইমাম আওযাই(রহিমাহুল্লাহ) খুব অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন।এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি আসলো। সে এসে তাঁর নিকট রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস শুনতে চাইল। ইমাম আওযাই(র) তখন উঠে বসে হাদিসটি বর্ণনা করলেন অতঃপর আবার শুয়ে পরলেন। তখন ওই লোক তাকে জিজ্ঞেস করল আপনি তো শুয়ে শুয়ে আমাকে হাদিসটি বলতে পারতেন। তিঁনি তখন জবাব দিলেন রাসুলুল্লাহ(صلى الله عليه وسلم) এর হাদিস আমি শুয়ে শুয়ে বর্ণনা করা সমীচীন মনে করি না।"
এরকম শত শত ঘটনা আছে আমদের পূর্বসূরিদের মাঝে। আমি শুধু উদাহরণস্বরূপ ১- টা ঘটনা উল্লেখ করলাম।
সুবাহানাল্লাহ! কত তাযীম-আদব ছিল তাঁদের!!
আল্লাহ্* আমাদের কে মাফ করুন এবং আমাদেরকে ও তাওফিক দান করুন।
নোট-১ঃআমি জেনারেল শিক্ষিত। তাই বেশীরভাগ সময় শুধু হাদিসের বাংলা অনুবাদ কপি-পোষ্ট করব। কোন আলিম ভাই চাইলে এই উদ্যোগ নিতে পারেন যে প্রতিদিন একটি হাদিস আরবি+অর্থ+ব্যাখ্যাসহ আমাদের জন্য পোষ্ট করতে পারেন। অথবা, অন্য কোন ভাই আরও সুন্দরভাবে এই উদ্যোগকে সাজিয়-গুছিয়ে দিতে পারেন।
নোট-২ঃআমি একা একা আমল না করে আপনাদের কে নিয়ে এই আমলটি করার ইচ্ছা হল।তাই এই উদ্যোগ নিলাম।আমার জন্য দুয়া করবেন।আজ যদি আমাদের সুযোগ থাকতো তবে তো আমরা সকল ভাই একসাথে বসে হালাকা করে কোন আলিম ভাই থেকে নিয়মিত হাদিসের দারস নিতাম। সেটা তো আমাদের হচ্ছে না তাই এই প্রচেষ্টা।আল্লাহ্* আমাদের কে কবুল করুন এবং মৃত্যু পর্যন্ত আমলটি করার তাওফিক দান করুন।
হাদিস নং-৩
উবাদাহ ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«اِضْمَنُوْا لِيْ سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْـجَنَّةَ: اُصْدُقُوْا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوْا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوْا الْأَمَانَةَ إِذَا ائْتُمِنْتُمْ، وَاحْفَظُوْا فُرُوْجَكُمْ، وَغُضُّوْا أَبْصَارَكُمْ، وَكُفُّوْا أَيْدِيَكُمْ»
“তোমরা নিজ থেকেই ছয়টি কাজের দায়িত্ব গ্রহণ করলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করবো। তোমরা কথা বললে সত্য বলবে। ওয়াদা করলে তা পুরা করবে। কেউ তোমাদের নিকট কোনো কিছু আমানত রাখলে তা যথাযথভাবে আদায় করবে। লজ্জাস্থানকে হিফাযত করবে। চোখকে নিম্নগামী করবে এবং হাতকে অসৎ কর্ম থেকে বিরত রাখবে”। (সহীহুত তারগীবী ওয়াত তারহীবী, হাদীস নং ১৯০১)
Comment