রসূলের (সা) পিছনে সালাত আদায়ের চেয়েও যে আমলের ফযীলত বেশী
.
রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একবার একটি বাহিনী প্রেরণ করেন।
সেই বাহিনীতে আবদুল্লাহ ইবনে রাওয়াহ (রাযিঃ) ছিলেন। বাহিনী রওনা হয়ে যায়। আবদুল্লাহ ইবনে রাওয়াহ (রাযিঃ) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে জুমার সালাত আদায় করার জন্য পিছনে থেকে যান। জুমার সালাত আদায় করে তিনি রওনা হয়ে বাহিনীর সঙ্গে মিলিত হবেন।
.
কিন্তু রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, কসম সেই সত্ত্বার, যার হাতে আমার জীবন, পৃথিবীতে যত সম্পদ আছে, যদি আপনি তাঁর সব আল্লাহ’র পথে ব্যয় করেন, তবু তাঁদের (রওনা হয়ে যাওয়া মুজাহিদদের) এক সকালের ফযীলত পাবেন না।
[ফতহুল বারী, পৃষ্ঠাঃ ৯১, খণ্ডঃ ৬]
.
রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বর্তমানে আমাদের মাঝে নেই , তাই উনার পিছনে সালাত আদায়ের সুযোগও আমাদের নেই।
কিন্তু উপরোক্ত বিশেষ আমল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, তাই নিয়তকে সহিহ করুন এবং এমন এক বাগানের দিকে অগ্রসর হোন যার তলদেশে নহর প্রবাহিত...
.
রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একবার একটি বাহিনী প্রেরণ করেন।
সেই বাহিনীতে আবদুল্লাহ ইবনে রাওয়াহ (রাযিঃ) ছিলেন। বাহিনী রওনা হয়ে যায়। আবদুল্লাহ ইবনে রাওয়াহ (রাযিঃ) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে জুমার সালাত আদায় করার জন্য পিছনে থেকে যান। জুমার সালাত আদায় করে তিনি রওনা হয়ে বাহিনীর সঙ্গে মিলিত হবেন।
.
কিন্তু রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, কসম সেই সত্ত্বার, যার হাতে আমার জীবন, পৃথিবীতে যত সম্পদ আছে, যদি আপনি তাঁর সব আল্লাহ’র পথে ব্যয় করেন, তবু তাঁদের (রওনা হয়ে যাওয়া মুজাহিদদের) এক সকালের ফযীলত পাবেন না।
[ফতহুল বারী, পৃষ্ঠাঃ ৯১, খণ্ডঃ ৬]
.
রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বর্তমানে আমাদের মাঝে নেই , তাই উনার পিছনে সালাত আদায়ের সুযোগও আমাদের নেই।
কিন্তু উপরোক্ত বিশেষ আমল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, তাই নিয়তকে সহিহ করুন এবং এমন এক বাগানের দিকে অগ্রসর হোন যার তলদেশে নহর প্রবাহিত...
Comment