হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ) বলেন, 'বদরের যুদ্ধের দিন আমি ময়দানে দাঁড়িয়ে ছিলাম। আর আমার দুই পাশে দুই আনছার
কিশোর দাঁড়ানো ছিল। তাদের একজনের নাম মুআয, অপরজনের নাম মুআওয়ায।দুই ভাই তারা।'
আমি কেন জানি হঠাৎ তাদের একজনের দিকে একটু তাকালাম। দেখলাম এক ভাই তার আরেক ভাই থেকে দূরে সরে গিয়ে চুপিচুপি আমার
কাছে আসল।আর এসেই জিজ্ঞেস করল, 'চাচাজান আবু জেহেলকে আপনি চেনেন?'
আমি বললাম, 'হ্যাঁ চিনি। তবে আবু জেহেলকে দিয়ে তোমার কাজ কী?'
সে দৃঢ় কণ্ঠে বলল, 'শুনেছি সে নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গালমন্দ করেছে। চাচাজান দয়া করে তাকে দেখিয়ে দিন। আমি
আমার রব আল্লাহকে প্রতিশ্রতি দিয়েছি যে, আমি আজকে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দুশমনকে হয়তো হত্যা করব
নয়তো তার সাথে লড়াই করে আমার জীবন দিয়ে দিব।'
দ্বিতীয় ভাই মুআওয়াযও অপর ভাই থেকে আড়াল হয়ে আমার কাছে এসে আস্তে করে জিজ্ঞেস করল, 'চাচাজান দয়া করে শয়তান আবু
জাহিলটাকে দেখিয়ে দিন। আমি আমার রবের সাথে ওয়াদা করেছি যে, আজকে যেখানেই শয়তান আবু জাহিলটাকে পাব সেখানেই তাকে হত্যা করব।'
এরই মাঝে শয়তান আবু জাহিলকে আমরা আমাদের দৃষ্টিসীমার মাঝে পেয়ে গেলাম।
সাথে সাথে আমি তাদেরকে বললাম এই তো তোমাদের কাংক্ষিত ব্যক্তি। আবু জাহিল। দেখতে পাচ্ছ কি?
একথা শোনামাত্রই তারা দুই ভাইই ক্ষিপ্র বাজ পাখির মত তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিল।
এরপর তারা দুজন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দরবারে এসে বদমাশ আবু জাহিলকে হত্যার খবর দিল।
তাদের কথা শুনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, 'তোমাদের মাঝে কে তাকে হত্যা করেছে?'
তারা উভয়ে বলে উঠল, 'আমি করেছি, আমি।'
তাদের উভয়ের দাবী শুনে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, 'তোমরা কি তরবারির রক্ত মুছে ফেলেছ!'
তারা বলল, 'না এখনো মুছেনি।'
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের উভয়ের তরবারি দেখলেন, কুলাংগার আবু জেহেলের রক্ত এখনো তাতে লেগে আছে।
তখন তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,'হ্যাঁ তোমরা উভয়ে মিলেই তাকে হত্যা করেছ।'
কিশোর দাঁড়ানো ছিল। তাদের একজনের নাম মুআয, অপরজনের নাম মুআওয়ায।দুই ভাই তারা।'
আমি কেন জানি হঠাৎ তাদের একজনের দিকে একটু তাকালাম। দেখলাম এক ভাই তার আরেক ভাই থেকে দূরে সরে গিয়ে চুপিচুপি আমার
কাছে আসল।আর এসেই জিজ্ঞেস করল, 'চাচাজান আবু জেহেলকে আপনি চেনেন?'
আমি বললাম, 'হ্যাঁ চিনি। তবে আবু জেহেলকে দিয়ে তোমার কাজ কী?'
সে দৃঢ় কণ্ঠে বলল, 'শুনেছি সে নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গালমন্দ করেছে। চাচাজান দয়া করে তাকে দেখিয়ে দিন। আমি
আমার রব আল্লাহকে প্রতিশ্রতি দিয়েছি যে, আমি আজকে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দুশমনকে হয়তো হত্যা করব
নয়তো তার সাথে লড়াই করে আমার জীবন দিয়ে দিব।'
দ্বিতীয় ভাই মুআওয়াযও অপর ভাই থেকে আড়াল হয়ে আমার কাছে এসে আস্তে করে জিজ্ঞেস করল, 'চাচাজান দয়া করে শয়তান আবু
জাহিলটাকে দেখিয়ে দিন। আমি আমার রবের সাথে ওয়াদা করেছি যে, আজকে যেখানেই শয়তান আবু জাহিলটাকে পাব সেখানেই তাকে হত্যা করব।'
এরই মাঝে শয়তান আবু জাহিলকে আমরা আমাদের দৃষ্টিসীমার মাঝে পেয়ে গেলাম।
সাথে সাথে আমি তাদেরকে বললাম এই তো তোমাদের কাংক্ষিত ব্যক্তি। আবু জাহিল। দেখতে পাচ্ছ কি?
একথা শোনামাত্রই তারা দুই ভাইই ক্ষিপ্র বাজ পাখির মত তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিল।
এরপর তারা দুজন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দরবারে এসে বদমাশ আবু জাহিলকে হত্যার খবর দিল।
তাদের কথা শুনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, 'তোমাদের মাঝে কে তাকে হত্যা করেছে?'
তারা উভয়ে বলে উঠল, 'আমি করেছি, আমি।'
তাদের উভয়ের দাবী শুনে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, 'তোমরা কি তরবারির রক্ত মুছে ফেলেছ!'
তারা বলল, 'না এখনো মুছেনি।'
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের উভয়ের তরবারি দেখলেন, কুলাংগার আবু জেহেলের রক্ত এখনো তাতে লেগে আছে।
তখন তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,'হ্যাঁ তোমরা উভয়ে মিলেই তাকে হত্যা করেছ।'
Comment