হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলে করিম (সাঃ) ইরশাদ করেন, তোমরা সকল প্রকার আলেমদের মজলিসে বসবে না । শুধু ঐ সব আলেমদের মজলিসে বসবে, যারা পাঁচটি বিষয় থেকে সরিয়ে তোমাদের অপর পাঁচটি বিষয়ের দিকে আহ্বান করে। আর এ পাঁচটি বিষয় হচ্ছে-
১. সন্দেহের অন্ধকার হতে দূরে রেখে বিশ্বাসের আলোর দিকে আহ্বান করে, সে মজলিসে বসবে ।
২. রিয়া তথা লোক দেখানো আমল ছেড়ে এখলাস তথা একনিষ্ঠতার দিকে যদি আহ্বান করে, সে মজলিসে বসবে ।
৩. দুনিয়ার লোভ-লালসা ছেড়ে যদি খোদাভীতির দিকে আহ্বান করে, সে মজলিসে বসবে ।
৪. অহংকার-বড়ত্ব ছেড়ে নম্রতা অবলম্বনের দিকে যদি আহ্বান করে, সে মজলিসে বসবে ।
৫. শত্রুতা ছেড়ে মীমাংসা স্থাপনের দিকে যদি আহ্বান করে, সে মজলিসে বসবে ।
হাদীসটিকে আবু নুয়াইম রহ. 'আল হুরিয়াতে' এবং ইবনে জাওজি রহ. 'মওজুআতে' বর্ণনা করেছেন ।
সংগ্রহঃ "বড়দের স্মরণে" - মাওলানা আসেম ওমর ।
১. সন্দেহের অন্ধকার হতে দূরে রেখে বিশ্বাসের আলোর দিকে আহ্বান করে, সে মজলিসে বসবে ।
২. রিয়া তথা লোক দেখানো আমল ছেড়ে এখলাস তথা একনিষ্ঠতার দিকে যদি আহ্বান করে, সে মজলিসে বসবে ।
৩. দুনিয়ার লোভ-লালসা ছেড়ে যদি খোদাভীতির দিকে আহ্বান করে, সে মজলিসে বসবে ।
৪. অহংকার-বড়ত্ব ছেড়ে নম্রতা অবলম্বনের দিকে যদি আহ্বান করে, সে মজলিসে বসবে ।
৫. শত্রুতা ছেড়ে মীমাংসা স্থাপনের দিকে যদি আহ্বান করে, সে মজলিসে বসবে ।
হাদীসটিকে আবু নুয়াইম রহ. 'আল হুরিয়াতে' এবং ইবনে জাওজি রহ. 'মওজুআতে' বর্ণনা করেছেন ।
সংগ্রহঃ "বড়দের স্মরণে" - মাওলানা আসেম ওমর ।
Comment